আমাদের কথা খুঁজে নিন

   

MTV - কি মিউজিক টিভি ?? !!



একটা সময় ছিল, যখন দেশে নতুন ডিশ এন্টেনার কল্যানে বিদেশী চ্যানেল গুলো দেখার ভাগ্য হলো... তখনকার সময় এমটিভি (মিউজিক টেলিভিশন) টা ছিল একমাত্র মিউজিক চ্যানেল। সেসময় এমটিভির কল্যানে আমরা অনেক ধাচেঁর হিন্দি ও ইংরেজী গান দেখার ও শুনার সুযোগ হতো সারাদিন ধরে। বিশেষ করে হলিউড টপটেন, বলিউড টপটেন, বিলবোর্ড টপটেন ইত্যাদি অনুষ্ঠানগুলো বেশ আগ্রহের সাথে দেখতাম। এই এমটিভির কল্যানে তখন Cliff Richard, Goerge Micheal, Eric Clipton, Micheal Bolton, Elton John, Micheal jackson, Beatles, Eagles, Rod Stewart ইত্যাদি শিল্পীদের মিউজিক ভিডিও দেখার ভাগ্য হতো.. আর এখনকার এমটিভি... মনে হচ্ছে যেন একটা গেম শো'এর টিভি, হাবিজাবি সব থিম ব্যবহার করে কতগুলো অর্ধনগ্ন নর নারীর সমন্বয়ে দিন ব্যাপি গেম শো, যার মূল লক্ষ্য'ই হলো অশালিন সুরসুরি..।। তার মাঝে মাঝে বিজ্ঞাপন বিরতির মত হিন্দি ছবির একি নরনচরন ।।। এই চ্যানেল থাকার চেয়ে না থাকাই ভালো..।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।