পড়ি, লিখি ও গান শুনি, আড্ডা দেই..
মনোবেদনার অবিশ্রাম পীড়নে কেন এতো কষ্ট। তোমার কল্পনাই আজ আমার গোপন গবের্র বিষয়। মাঝে মাঝে এই অশান্ত চিত্ত সুস্থির রাখা দুঃসাধ্য হয়ে যায়।
যদিও তোমার জীবনের ইতিহাসটা আজ আমার হাতে। আমি ইচ্ছেমতো লিখতে পারি কিন্তু আমি তা কখনো চাই নি।
কতোটা নিমর্ম হতে পার তুমি তা জানলেও মানতে চাই না। কতো মানুষের আবেগ অনুভুতি নিয়ে খেলছো তাও বিশ্বাস করতে চাইনা। সে মানুষগুলো না চাইলেও নিয়তিকে বড় ভয় । ক্ষমা নাও পেতে পারোমোমের মতো জ্বলে আলো দিয়ে নিঃশেষ হতেই সার্থকতা । তাতে কষ্টটা আমারই হবে বেশী।
তোমার সমস্ত স্মৃতি আমি আর্কাইবে সাজিয়ে রেখেছি। তোমাকে শ্রেষ্ঠত্বের স্থানে রেখেই যেন আমার সমাপ্তি হয়। শুণ্যদৃষ্টিতে বাতায়ন ঠেলে খোলা আকাশের দিকে তাকিয়ে খুঁজে ফিরি ভবিষ্যেতের মানে। তাই তোমাকেই মনে পরে ভুলিতে পারিনা কোনমতে। বিস্মৃতি যদি আসে জীবনে ... গুমোট মেঘের মতো ঝিমিয়ে ... সেই তো অনেক ভালো...জীবন সীমান্তের তীরে দাঁড়িয়ে ... মোমের মতো জ্বলে আলো দিয়ে নিঃশেষ হতেই সার্থকতা খুঁজি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।