আমাদের কথা খুঁজে নিন

   

অতি পরিচিত কিছু ছবি নিয়ে একটি ছবি ব্লগ

নিস্পাপ আমি কি করে বলিস !! হাতে হাত রেখে বল - চোখে চোখ রেখে বল কোন অন্যায় আমি করিনাই . আমায় একজন মানুষ দেখা যে পাপ করেনি , আমায় একজন মানুষ দেখা যে পাপী না

স্মরনীয় মুহুর্ত গুলোকে ধরে রাখার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে ছবি। স্মৃতির মানসপটে ভেসে উঠা কোটি বাংলাদেশি বাঙ্গালীর অতি পরিচিত কিছু ছবিঃ এশিয়া কাপের ফাইনালে পুরা জাতিকে কাদিঁয়েছিল আমাদের টাইগাররা।সে স্মরণীয় মুহুর্তের ছবিটি দেখলে এখোনো বুকের ভেতর হাহাকার সৃষ্টি হয়ঃ সেদিন বাংলা মায়ের দামাল ছেলেরা চোখের পানি দিয়ে কিনেছিলেন কোটি মানুষের হৃদয়ঃ বাংলাদেশের তরুনরা সেদিন প্রজন্ম চত্বরে আওয়ামিলীগ বি এন পি ভুলে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে এক হয়েছিল । স্বপ্ন দেখিয়েছিল একটি ২য় মুক্তিযুদ্ধের। অবশ্য পরে আওয়ামিলীগ সে আন্দোলনকে অত্যন্ত সুকৌশলে চিনতাই করে শুরু করেছিল চেতনার ব্যাবসাঃ সেদিন শপলা চত্তরে ৫০ লাখেরো বেশি মনুষ আল্লাহ ও তার রাসুল সঃ এর অপমানকারীদের শাস্তির দাবীতে এক হয়েছিলেন। কেনই বা হবেনা ? আল্লাহ ও তার রাসুল সঃ এর অবমাননাকারীদের শাস্তি চাবেনা এমন দুঃসাহস পৃথিবীর কোন মুসলমানের নেই। রাতের অন্ধকারে পুরা এলাকার লাইট বন্ধ করে দিয়ে হেফাজত কর্মীদের উপর সেদিন যৌথবাহিনী এভাবে অভিযান চালিয়েছিলঃ পিল খানার কথা মনে আছে !! সেদিন ঘাতকরা ৫৮ জন মেধাবী সেনা অফিচারকে হত্যা করেছিল । সাগর রুনি হত্যার !! বিচার কখন হবে !! সাভার ট্রাজেডির সময় সারাদিন দাঁড়িয়ে থাকা সে দুই যুবক যারা অসহায় শ্রমিকদের ফ্রীতে তাদের পরিবারের সাথে ফোনে যোগাযোগ করানোর জন্য মুবাইল হাতে এভাবে দাঁড়িয়েছিলেনঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।