আমাদের কথা খুঁজে নিন

   

রফ-রফ তাহিয়া

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

রানি ভিক্টোরিয়া, এলিজাবেথ, হিটলার- এসব ঐতিহাসিক ব্যক্তির নাম কে না শুনেছে ।

কিন্তু কথা যখন গাড়ি নিয়ে তখন তাঁদএর নাম আসছে কেন ? কারণ এগুলো আসলে গাড়ির মডেলের নাম । হারিয়ে যাওয়া এসব মডেলের গাড়ি তৈরি করে কয়েক মাস আগেই সবাইকে বিস্মিত করেছে বগুড়ার আমির হোসেন । এবার তিনি বানালেন জালানী বিহীন পরিবেশ বান্ধব গাড়ি । এরই মধ্যে বগুড়া শহরে গাড়িটি চালিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি । গাড়ির নাম রেখেছেন 'রফ-রফ তাহিয়া' অর্থাৎ সুন্দর ও দ্রুততম যান ।

Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।