আমাদের কথা খুঁজে নিন

   

শেষ রাত্তির প্রদীপ

পরে বলি

শেষ রাত্তির প্রদীপ এমনই তো কথা ছিল বন্ধু পরাজয় হবে জ়েনেই তো এসেছিলে তুমি বেছে নিয়ে ছিলে এই নিঃসংগ ব্রত সাথী ও কথা রেখেছে সবাই, সুখের গলি বেয়ে চলে গেছে কোথাও সবার মত আজ তবে তুমিও কথা রাখ মেনে নাও এই অমোঘ নিয়তি। আর কত জ্বলবে তুমি? যুদ্ধ করবে অবিরাম আধারের সাথে আর কত বাচবে লালায়িত স্বপ্নের মত এত ভয় তোমার আধারকে? নিঃসংগ জীবনে কেন এত আক্ষেপ? তুমিই তো জড়াতে চাওনি সবুজের সাথে শান বাধানো ঘাট এড়িয়ে গেছ নিভৃত্‌ তবে কিসের এত অনুযোগ তোমার অভিমানি মনে কার প্রতি রেখেছ অভিযোগ তবে কি তুমি আর ও জ্বলতে চাও? দীর্ঘায়িত করতে চাও এই আধার রাত বেচে থাকতে চাও আর ও কিছুটা সময়, সমাগত ভোর সে জীবনেরই জন্য - যাকে ভালবসে মিটি মিটি জ্বলো তুমি তবে কান মিছে এত প্রানান্ত জ্বলে থাকা তুমি তো সামান্য প্রদীপ মাত্র তোমার জন্য ক্ষনিকের মোহ দেখে ভুলোনা সত্যের কাছে তুমি যে বড্ড ম্লান। হে শেষ রাত এর প্রদীপ তুমি নিঃশ্বিত হও তুমি যে শুধুই প্রয়োজন এর কখনও বা কারো বিলাসি হাতের শিখা এত ক্ষুদ্র, দুর্বল আলোর জন্য ভালবাসা! হায়- তুমি আর লজ্জিত হয়ো না আর দীর্ঘায়িত কোর না এই মর্মপীড়া পুব আকাশ ফরসা হচ্ছে ঐ চলো নিভে যাই--দুজনাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।