একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
আমরা আন্তরিকভাবে দুঃখিত।
দুইজন প্রধান অতিথির মধ্যে একজন(কিং খান) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হবে। সামহ্যোয়াইন ব্লগ থেকে তার সাথে যোগাযোগ করতে গিয়ে ভারতের এক সাংবাদিকের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের যা জানিয়েছেন তাই এখানে তুলে ধরা হলোঃ
আজ রাত ১০ টার দিকে হঠাৎ ভারতের কিং খান, শাহরুখ খান মৃগী রোগে আক্রান্ত হয়েছেন। অতীতে তিনি কখনোই এই রোগে আক্রান্ত হননি।
ইতোমধ্যেই বেশ কয়েকজন ডাক্তার বিভিন্ন কোম্পানির জুতাসহ তার সামনে হাজির হয়েছেন এবং এইসব জুতা এক এক করে কিং সাহেবের নাকে ঘষামাঝা করা হচ্ছে। তারপরও কিং সাহেবের অবস্থার কোনো উন্নতি দেখা যাচ্ছে না।
বিভিন্ন জুতার কোম্পানির মালিকগনও নাকি কিং সাহেবের বাসায় হানা দিয়েছেন এবং ঘটনাক্রমে সেখানে হঠাৎ এক কুরুক্ষেত্রের সুচনা হয়েছে। এপেক্স কোম্পানির মালিক মুখ ফসকে বলে ফেলেছেন লিবার্টির জুতোগুলো কুকুরের চামড়া দিয়ে বানানো হয়। লিবার্টি কোম্পানির মালিক স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি তাকে খেয়াল করেন নি!! এই নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তিও নাকি হয়েছে! কিছুক্ষণ আগে এপেক্স কোম্পানির মালিক তার ম্যানেজারকে জ্যান্ত গরু আনতে পাঠিয়েছেন এবং তিনি নাকি লিবার্টি কোম্পানির মালিককে চ্যালেঞ্জ করে বলেছেন ওনার চোখের সামনেই এখন গরু জবাই করে তার চামড়া দিয়ে জুতা বানানো হবে।
এদিকে কিং খানের অবস্থা আশঙ্কাজনক।
এপেক্স কোম্পানির মালিক বলেছেন গরম গরম জুতা কিং সাহেবের নাকে ঘষলে নাকি তিনি সুস্থ হয়ে যাবেন। কয়েকজন ডাক্তারও তাকে সমর্থন করছেন। হাজার হলেও এপেক্স কোম্পানির মালিক। কিন্তু দুঃখের বিষয় হলো গরম গরম জুতো ঘষেও কোনো লাভ হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো কোম্পানির জুতোয় নাকি কিং সাহেবের অবস্থার উন্নতি হয়নি। অবশেষে রাস্তার এক ফকিরের সহায়তায় নাকি তিনি সুস্থ হয়েছেন। জনৈক ফকিরের নাম ”হক বুকানন”। তিনি নাকি বলেছিলেন জীবন্ত কুকুরের জিহ্বা যদি কিং সাহেবের নাকে লাগানো যায় তবেই তিনি সুস্থ হবেন। যেরকম বলা সেরকম কাজ।
সব ঠিক মতোই হচ্ছিল। একটা কুকুর খান সাহেবের নাকে জিহবা দিয়ে ঘষা দিতেই কিং সাহবের জ্ঞান ফিরলো। কিন্তু বিপত্তি ঘটলো তখনই যখন কুকুরটা তার জিহবা দিয়ে কিং সাহেবের ঠোটে চাটা দিলো। তিনি নাকি এখন শুধুই হা করে থাকেন।
তবে উনি কথা বলতে পারছেন এবং কিছুটা ভালো অনুভব করার পর থেকেই নাকি তিনি বলছেন, ”খেলা, খেলা, খেলা, সামহ্যোয়ারইন ব্লগের খেলা . . .”
আমরা শুনতে পেয়েছি উনি ব্লগীয় খেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
আমরা আশা করছি কিছুক্ষনের মধ্যেই কিং সাহেব এসে পড়বেন।
উনি আসার সাথে সাথেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে. . .
বিঃ দ্রঃ কিং সাহেবের দিনকাল নাকি ইদানিং খুব খারাপ যাচ্ছে। আর এটা একটা রহস্য যে কেনো উনি এই অনুষ্ঠানের আমন্ত্রনে সাড়া দিয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।