আমাদের কথা খুঁজে নিন

   

হায় ঈশ্বর!!! শেষপর্যন্ত তুমিও আমাদেরকে দালালের খপ্পরে ফেললে!

সবকিছুই চুকিয়ে গেছে গালিব! বাকি আছে শুধু মৃত্যু!!

আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় ব্যবস্থাটা এমনভাবে গড়ে ওঠেছে যে আপনি জমি কিনতে বা বিক্রি করতে চান, পাসপোর্ট করতে চান, ইন্সুরেন্স করতে চান, বিদেশে যেতে চান, সরকারি অফিসে কোন তদবিরে যান, ঠিকাদারি সংক্রান্ত কোন কাজ বা অন্য যেকোন কাজ করতে চান আপনাকে এক শ্রেণীর লোককে ভায়া ধরে তা করতে হবে। কোন সময়ই সরাসরি কর্তৃপক্ষের দেখা বা তাঁদের মাধ্যমে তা করতে পারবেন না। এই শ্রেণীটিকে আপনি মধ্যস্বত্ত্ব ভোগী, ব্রোকার, প্রমোটর বা খাঁটি বাংলায় দালাল বলতে পারেন। সাধারণ লোকের কাছে এই শ্রেণীটি রক্তচোষা জোকের চাইতে হিংস্র বলে বিবেচিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এদের কদর অনেক বেশি। কারণ এদের যোগানো অর্থেই সংশ্লিষ্টদের প্রাসাদ, স্ত্রী'র দামী অলংকার, দেশ-বিদেশ ঘুরা, সন্তানদের অভিজাত প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার খরচ চলে।

ঈশ্বর হচ্ছেন কর্তৃত্বের ও কর্তৃপক্ষের সর্বোচ্চ স্তর। কাজেই তাঁকে আপনি এতো সহজে পেয়ে যাবেন তা চিন্তা করলেন কি করে! আপনি কোন অবস্থায়ই তাঁর কাছে সরাসরি পৌছতে পারবেন না। সরাসরি কোন কিছু চাইতে পারবেন না। তার কাছে পৌছার জন্য, চাওয়ার জন্য ঈশ্বরও এক শ্রেণীর মধ্যস্বত্ত্বভোগী, ব্রোকার কিংবা দালাল শ্রেণী নিযুক্ত করেছেন। যাদেরকে আপনি তাঁর প্রেরিত পুরুষ, পুত্র, বন্ধু বা মুক্তিদাতা বলে স্বীকৃতি না দিলে আপনারও মুক্তি মিলবে না।

দুনিয়ার মধ্যস্বত্ত্বভোগী, ব্রোকার কিংবা দালাল শ্রেণী যেমন কর্তৃপক্ষের কাছে অতি প্রিয় তেমনি ঈশ্বরের দালালরাও ঈশ্বরের কাছে অতি প্রিয়। তাঁদের সবাইকেই বিনা হিসেবে শুধু স্বর্গই প্রদান করা হয়নি বরং তাদের সুপারিশ ব্যতিত আপনি স্বর্গের দরজার টিকিটিরও নাগাল পাবেন না। কাজেই আপনার ঈশ্বরকে সন্তুষ্ট করার প্রথম ধাপ হচ্ছে এই দালাল শ্রেণীটিকে সন্তুষ্ট করা। হায় ঈশ্বর!!! জগৎপিতা হয়েও তুমি সুবিধাবাদীদের মতো আচরণ করলে! শেষপর্যন্ত তুমিও আমাদেরকে দালালের খপ্পরে ফেললে!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।