সুন্দর সমর
থাকলে হাতে টাকা-কড়ি
আমারে কিছু ধার দিও
কবে আমি ফেরৎ দেবো
সে খবরটা পরে নিও!
তোমরা জানো টাকা-পয়সা
সে সবই হাতের ময়লা
ফেরত চেয়ে মিছামিছ
নিজে কেনো হও যে কয়লা!
ধার দিয়েছো আর দিও
ফেরত পাওয়া যাওনা ভুলে
প্রাণে কেনো কষ্ট দেবে
বেহুদা ওই কথা তুলে!
আমি আছি তোমার পিছে
যে কতোদিন আছে টাকা
টাকা নেইতো আমিও নেই
দেখবে ঠিকই ঘুরলে চাকা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।