"সে কখনো বলে নি একটিও ঘৃণার কথা,- কখনো বলে নি- প্রিয়তম, ভালবাসি। "
বাঙ্গালীর প্রাত্যহিক জীবনে পা একটি সেনসিটিভ issue। এই পা নিয়ে আমাদের নানাবিধ যন্ত্রনায় মধ্যে থাকতে হয়।
ছোটরা সবসময় ভয়ে তটস্থ থাকে এই বুঝি কোন গুরুজনের গায়ে পা লেগে বেয়াদপী হয়ে গেল। কোন আসরে আরাম করে যে পায়ে পা তুলে বসে গল্প মশগুল হব তারও উপায় নেই, সেখানেও জ্যাষ্ঠতা বুঝে চলতে হয়।
পা ছড়িয়ে বসা খারাপ, দুপায়ে ভর দিয়ে বসা কিছুটা অশ্লীল, পা ডিঙ্গিয়ে যাওয়া ঠিক না ইত্যাদি, ইত্যাদি নানা নিয়মকানুন। পা ব্যবহার এর স্বাধীনতা যেন যথেচ্ছ নেই।
যাইহোক, ছোটঘরে মানে টয়লেটেও পা ব্যবহারে নিয়ম বেঁধে দেয়া হচ্ছে ইদানিং। হাই কমোড কালচারে অভস্ত্য করতে অফিস-আদালতে এখন কমোড ব্যবহারের নির্দেশনা ঝুলান থাকে।
একবার কোন এক অফিসের পিয়ন (সদ্য জয়েন করা এবং গ্রাম থেকে আসা) টয়লেট ঠিকমত ব্যবহার না করার জন্য তার বসের কাছে প্রচন্ড ঝাড়ি খেয়ে মন খারাপ করে বলেছিল, "হালার শহুর, হাগুনেও আরাম নাই!"
আহারে বাপ-দাদার আমল থেকে চলে আসা, দুপায়ে ভর দিয়ে ত্যাগের সুখ বুঝি আর রইল না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।