এখন ও মাগো
সেলিমা তাসনিম ছন্দা
এখন ও আমি তোমায় খুঁজি নক্ষত্রের মাঝে।
এখনও আমি আদর খুঁজি,তোমার কাঁথার ভাঁজে
এখনও আমি ঘুমের ঘোরে বিড়বিড় করে বকি
এখনও আমি ভয় পেয়ে গেলে মামনি তোমায় ডাকি।
বাড়ী ঘর সব পিছনে ফেলে এক কোণে তুমি একা
ঘুমিয়ে আছ নিশ্চিন্তে , দাওনা কাউকে দেখা
চারিপার্শ্বে তোমার বড় প্রশান্তি,স্বস্তির মাখামাখি
ক্লান্ত আমি, অবসন্ন, পথহারা এক পাখি।
এখনও আমি ভয় পেয়ে গেলে মামনি তোমায় ডাকি।
পৃথিবী যখন হীনমণ্য, নিষ্ঠুর ও নিঃস্ব
তোমার কাছেই যত অভিমান,চাওয়া পাওয়া মোর যত
তোমার কাছেই চাই শক্তি সেই ছোট্ট বেলার মতই
মমতা মাখা মাগো মোর তুমি এখন ও আগের মতই
কোলে তুলে নিয়ে দাও ভুলিয়ে দুঃখ ব্যথা সবই
এখনও আমি ভয় পেয়ে গেলে মামনি তোমায় ডাকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।