আমাদের কথা খুঁজে নিন

   

ধনী ও গরীব



দেশের ধনীরা ক্রমেই যেন ধনী হচ্ছে অসম সম্পদ বন্টনে গরীব, গরীবই থাকছে। রক্তারক্তি কান্ড ও সহিংসতা বন্ধ করে মানুষ উদ্ভাসিত হবে সৌহার্দ্য সৃষ্টিতে। হিংসা-বিদ্বেষ ও হানাহানি অপছন্দণীয় মারামারি-খুনাখুনি কখনই নয় সহনীয়। বিতর্কে লিপ্ত হওয়া কখনই সমীচীন নয় বিতর্কে লিপ্ততা মহত্ত্বের অভাবেই হয় ধর্মাদর্শের স্থানে অনাদর্শে যেন ব্যস্ত কেন যেন ভুল সিদ্ধান্তে চলতে অভ্যস্ত। সকল শাসকগণই হতে পারেন মহৎ সম্পদ লিপ্সার মোহে শাসকরা হন অসৎ। আত্মশুদ্ধিতে আল্লাহর বিধানই উত্তম পথ বিষয়টি অনেকেই অনুধাবন না করে হয় অসৎ। বহু ধাপে বিভক্ত লক্ষ্যচুত্য শিক্ষা এ শিক্ষা পদ্ধতি মানুষকে দেয়না দীক্ষা। মানবতা ও সেবার নামে চলে স্বেচ্ছাচার ধর্মালোকের শিক্ষা দূর করে অনাচার। মূল্যবোধ হারিয়ে অনেক মানুষ আজ অমানুষ নৈতিকতা বর্জিত তাই অনেকেই বেহুশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।