আমাদের কথা খুঁজে নিন

   

ডঃ ওয়াজেদ-এর জন্য জাতীয় শোক কেন ঘোষণা করা হলো না?

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

ডঃ ওয়াজেদ-এর মৃত্যুতে তিন দিনের শোক পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট পরমানু বিজ্ঞানীর এই মৃত্যুতে জাতি হারাল একজন মহান ব্যক্তিত্বকে। তাঁর অভাব পূরণীয় নয়। জাতীয় ভাবে ৩ দিনের না হোক অন্তত ২ দিনের শোক পালন করা কি যেত না! আমাদের এতো অক্ষমতা কেন? আমরা এই গুণীকে কেন সম্মান জানাতে এতো কুণ্ঠাবোধ করি। শুধুমাত্র আওয়ামীলীগ দলীয়ভাবে কেন তাঁর শোক পালন করবে? জাতীয় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে রাজনীতি করেন নি বলে তাঁকে জাতীয়ভাবে সম্মান জানানো যাবে না এমন তো কথা হতে পারে না। বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় থেকেও এমন উদারতা দেখাতে পারল না! বড়ই আফসুস! জ্ঞানীর কদর না করলে সে জাতিতে জ্ঞানী লোকের জন্ম হয় না, এটি একটি প্রবাদ বাক্যের মতো সত্য হলেও আমরা তা ভুলে গেলাম। বঙ্গবন্ধুর জামাতা হিসেবে এবং বর্তমান প্রধানমন্ত্রীর স্বামী হিসেবে তিনি তো নিজেকে পরিচিত করে তোলেন নি। অত্যন্ত নিরবে নিভৃতচারী একজন স্বপ্ন বিলাসী মানুষ না হয়ে বিজ্ঞানের মতো একটি বিষয়কে আজীবনের জন্য সাধনা হিসেবে নেয়ার মতো আর কয়টি মানুষ আছেন এদেশে? এর সংখ্যা খুবই নগণ্য হবে জানি। জাতি হিসেবে খুব গর্ব করার মতো যে কয়েকটি বিষয় আমাদের আছে তার মধ্যে মুক্তিযুদ্ধ অন্যতম। বিজ্ঞানী হিসেবে কদর না করলেও মুক্তিযুদ্ধে তারঁ অবদানকে খাটো করে দেখার সুযোগ কি আমাদের আছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।