আমাদের কথা খুঁজে নিন

   

এক নাস্তিকের গল্প



বেশ আগেকার কথা। জনৈক নাস্তিক একবার দাবী করে বসল আমি স্রষ্টা। আমি সৃষ্টি করতে পারি। তার কথা শুনে লোকেরা বলল: তাই নাকি? তাহলে আমাদেরকে আপনার সৃষ্ট কিছু একটা দেখান। তখন নাস্তিক লোকটি একখণ্ড গোশত আনাল।

গোশতখণ্ডটিকে চিরে দুইভাগ করল এবং মাঝখানে কিছু গোবর রেখে দিল। তারপর গোশতের খণ্ডটি একটা পাত্রের ভেতরে রেখে ঢাকনা দিয়ে পাত্রের মুখ মজবুতভাবে বন্ধ করে দিল। তার তিনদিন পর যখন পাত্রের ঢাকনা খোলা হলো তখন দেখা গেল গোটা পাত্রটি কীটে ভরপুর। নাস্তিক বলল: এই তো, এগুলো আমার সৃষ্টি। ততক্ষণাৎ উপস্থিত লোকদের একজন বলল: আচ্ছা, আপনি যে কীটগুলো সৃষ্টি করলেন এগুলোর সংখ্যা কত? সে কোন জবাব দিতে পারল না।

লোকটি আবার জিজ্ঞেস করল: আপনি কি জানেন- "কীটগুলোর মধ্যে কয়টা পুরুষ কীট, আর কয়টা স্ত্রী কীট? আচ্ছা,আপনি কি এই কীটগুলোর জীবিকার ব্যবস্থা করবেন? নাস্তিক এসব প্রশ্নের কোন উত্তর দিতে পারল না। তখন লোকটা বলল: স্রষ্টা হচ্ছেন তিনি, যিনি তার সৃষ্টির সংখ্যা জানেন। কোনটা পুরুষ, কোনটা স্ত্রী তা জানেন। যা কিছু সৃষ্টি করেন তার জীবিকাও দেন। এবং সৃষ্টির আয়ুকাল ও ধ্বংসের সময়কাল জানেন।

কুরআনে বলা হয়েছে "আল্লাহ্ হচ্ছেন তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর তোমাদের জীবিকার ব্যবস্থা করেছেন। তারপর তোমাদের মৃত্যু দিবেন। এরপর তোমাদেরকে জীবিত করবেন। তোমরা তার সাথে যেসব অংশীদার স্থাপন করছ তাদের কেউ কি এর কোনটি করে? তোমরা যে অংশী স্থাপন করছো তা থেকে তিনি পবিত্র ও সুউচ্চ।

"[সূরা রূম ৩০:৪০] "যিনি প্রকৃষ্টরূপে সৃষ্টি করেছেন। "[সূরা সাজদাহ্ ৩২:৭]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।