ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।
আমার ছেলেটাকে
যেদনি প্রথম তুলে দিলাম স্কুল ভ্যানে
সেই দিন বুঝলাম
এই প্রথম আমার হাতের তালু থেকে
আস্তে আস্তে সরে যাচ্ছে
আমার পৃথিবী
দেখতে দেখতে ক্ষুদ্র মুখ খানি
ক্ষুদ্রতর হয়ে মিশে গেল
তিন রাস্তার মোড়ে
কোন এক সাইন বোর্ডের আড়ে
আমার এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় হাত নাড়ছিল
সুন্দর সে হাতের দোলায়,
পৃথিবীর সবকিছু টালমাটাল হয়ে যাচ্ছিল মনে হয়
ঝাপসা হয়ে গেল চোখ
মনে হল এমনি করে
আমার মা আমাকে
আমি ছেলেকে
সে তার ছেলেকে
দূরে ঠেলে দেবে
একটু একটু করে
এই বিশাল পাঠশালার দিকে
শুধু এইটুকু শিখতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।