মুছে যাক গ্লানি,মুছে যাক জরা....
বিটিভির খবর শুনলে বরাবরই হাসি পায় । বিটিভির খবর শুনলে সব সময় মনে হয় যে দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। আজ তথ্য মন্নালয় বিষয়ক সংসদের স্থায়ীকমিটি সুপারিস করেছে বিটিভির খবরে বিরোধিদলের খবর বেশি করে দেয়ার জন্য। দেখা যাক এবার বিটিভির কোনো উন্নতি হয় কিনা। আমাদের দেশের গ্রামের মানুষের দেশের অবস্থা বোঝার জন্য বেশইরভাগ ক্ষেত্রেই বিটিভির খবরের উপর নির্ভরশীল।
যাহোক,বিটিভির অনেক দোষের মধ্যে একটা ভালো গুন হোলো এখানে যথেস্ট পরিমাণে কুইকজ শো হয় । কিন্তু বেসরকরি চ্যানেলগুলোতে সাধারন ঙ্গানের কোনো কোনো অনুষ্ঠান আদৌ হয় কিনা আমি জানিনা। আমরা যারা ছাত্র,তাদের সাধারণ ঙ্গান বাড়ানোর একটা ভালো উপায় হোলো কুইজ শো দেখা । প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান দেশে অনেক হচ্ছে। মনে প্রশ্ন জাগা খুবই সাভাবিক যে এগুলোর এত বেশি দরকার আছে কিনা।
সৃষ্টিশীল প্রগ্রামের বড়ই অভাব চ্যনেলগুলোতে। মিডিয়ার এই যুগে, অনুষ্ঠানের মান বড়ানো জরুরি নয় কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।