আমাদের কথা খুঁজে নিন

   

! সা.ই. কর্তৃপক্ষ কি আমার কলম থামিয়ে দিতে চাচ্ছেন?

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

বহুদিন পর গদ্য লিখলাম, অনেক আগে শুরু করা একটি ধারাবাহিকের একটি পর্ব। শিরোনাম: @ সূরা আল-ফাতিহায় উল্লেখিত ইবাদাতের তিনটি রুকন বা স্তম্ভ। লিংক: Click This Link দেখলাম সংকলিত পোষ্টে স্থান পেয়েছে। তারপর............ ! কিছুক্ষণ পর দেখি এই প্রথম সা.ই. থেকে নোটিশ পেলাম এবং safe থেকে আমাকে general এ নিয়ে আসা হয়েছে। পোষ্টখানা প্রথম পাতায় নেই। পরে আমি এডিট করে প্রথম পাতায় টিক মার্ক করি। কিন্তু কেন এই ভার্চুয়াল দূর্নীতি? নোটিশখানা আমি এখানে তুলে ধরে জানতে চাচ্ছি যে, উল্লেখিত ধারায় কিভাবে আমার লিখিত পোষ্টখানা এ্যকশনের আওতায় আসে??? নোটিশ: "তারিখ নোটিশ মুছে ফেলুন ১০ ই মে, ২০০৯ রাত ১১:১৬ dear blogger, we are very sorry that we had to remove one of your post from the front page. please note: this action just to keep a diversity of topics in the front page according to rule: 2h. if your post is used as an advertisement rather than information about a product or service. ২জ. কোন পণ্য কিংবা সেবা বিষয়ে তথ্যভিত্তিক পোস্ট না দিয়ে তার বিজ্ঞাপণমূলক পোস্ট সরিয়ে দেয়া হতে পারে। thank you in advance you for your understanding. regards, somewherein blog team." ইবাদাতের তিনটি স্তম্ভ সূরা আল-ফাতিহায় রয়েছে; একথা প্রমাণ করতে আমি কুরআন থেকে অনেক তথ্য পেশ করেছি। তারপরও কিভাবে তথ্য ভিত্তিক হয়নি পোষ্ট খানা। এবং ধর্মীয় পোষ্ট কি করে "পণ্য" কিংবা "সেবা বিষয়ক" কিংবা "বিজ্ঞাপনমূলক" পোষ্ট হয়? দয়া করে বলবেন কি? কেন এই বিমাতাসুলভ আচরণ? কি ভাববো? সা.ই.ব্লগ পাল্টে গেলো? না কি একেই বলে "ডিজিটাল কলম স্বাধীনতা"!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।