আমাদের কথা খুঁজে নিন

   

এক মুঠো কুইজ

ফেসবুক : www.facebook.com/mahmud.sust
কয়েকটি কুইজ দিলাম যেগুলো কাগজ-কলম ছাড়াই শুধু চিন্তা করে উত্তর বের করা যায়, আর পাওয়া যায় নির্মল আনন্দ। কুইজগুলো খুবই সহজ একটু চেষ্টা করেই দেখুন না..!! জীবন অথবা মৃত্যু রাজা একজন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে ভাগ্য পরীক্ষার জন্য শেষবারে মত সুযোগ দিলেন। বিচারকক্ষের দুইটি দরজা একটি জল্লাদখানায় যাওয়ার ও অন্যটি কারাগার থেকে বের হওয়ার। কেনটি কোন দরজা আসামী জানে না। দুইটি দরজার পাসে দুইজন প্রহরী।

আসামীকে জানানো হল যে একজন প্রহরী সবসময় সত্য কথা বলে আর একজন সবসময় মিথ্যা কথা বলে। আসামী যে কোন একজন প্রহরীকে শুধু প্রশ্ন করতে পারবে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে কোন দরজা দিয়ে প্রবেশ করবে। যদি জল্লাদখানায় যাওয়ার দরজা হয় মৃত্যুদন্ড বলবৎ থাকবে, যদি কারাগার থেকে বের হওয়ার দরজা হয় যে বেকুসুর খালাস পাবে। কোন একজন প্রহরীকে কোন প্রশ্নটি করলে আসামী কারাগার থেকে বের হওয়ার দরজা কোনটি জানতে পারবে? দুই ছাদে দুই দল পাখি পাশাপাশি দুটি ছাদে দুই দল পাখি। ১টি পাখি অন্যদলকে ডেকে বলল, "তোমাদের থেকে যদি একজন আমাদের দলে আস আমরা তোমাদের দ্বিগুন হই।

" উত্তরে অন্যদলের ১টি পাখি বলল, "তোমাদের থেকে যদি একজন আমাদের দলে আস আমরা তোমাদের সমান হই। " প্রতিটি দলে কয়টি পাখি? তিনজন ভদ্রলোক ও তিনটি টাই একটি মিটিং এ তিনজন ভদ্রলোক Mr. Yellow, Mr. Green ও Mr. Brown। তাদের তিনজনের টাইয়ের রং ছিল তিন রকমের : সবুজ, হলুদ ও বাদামী। Mr. Yellow বলল, "তোমরা লক্ষ করেছ, আমাদের নামের সাথে আমাদের টাইয়ের রংয়ের মিল নেই"। যে লোকটির গলায় সবুজ টাই ছিল সে উত্তরে বলল, "হ্যা, তুমি ঠিকই বলেছ"।

কোন লোকটির গলায় কোন রংয়ের টাই ছিল? কার বয়স বেশি ভাইবোন দুইজনকে প্রশ্ন করা হল, বয়সে কে বড়। বোনটি বলল, আমি বয়সে বড়। ভাইটি বলল, আমি বয়সে ছোট। এরা দুইজনের মধ্যে কমপক্ষে একজন মিথ্যা বলেছে, আসলে বয়সে কে বড়? বিড়াল ও ইঁদুর ৫টি বিড়াল যদি ৫ মিনিটে ৫টি ইঁদুর মারে, ১০টি বিড়াল ১০ মিনিটে কয়টি ইঁদুর মারবে? কুইজগুলো খুবই সহজ, তাই আর উত্তর দিলাম না। ধন্যবাদ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।