দেহটা প্রবাসে,আর মন স্বদেশে।যেখানে আমার জন্ম,বেড়ে উঠা সর্বোপরি আমার মাতৃভূমি ওহে বাংলাদেশ,যতদিন বেঁচে থাকি যেন তোমাকে ভালবেসে যেতে পারি।প্রার্থনা করি বিধাতার কাছে তুই যেন তোর সন্তানদের আগলে রাখতে পারিস প্রতিবেশীর ষড়যন্ত্র থেকে।দীর্ঘজীবি হোক বাংলাদেশ
বাঁধ ভাঙার আওয়াজের লেখকের (লুথা)সাথে আমি ও একমত যে,বছরের একদিন কেন 'মা' বা বাবা দিবস হবে? যাদের উছিলায় এই সুন্দর পৃথিবীর আলো বাতাস গ্রহন করছি তাদেরকে কেন আমরা শুধু একদিনের জন্য স্মরণ করবো।এটা কিভাবে সম্ভব,হোক না সারাটা বছর তাদের জন্য প্রতি মহুর্তে অন্তর থেকে আসবে 'মা' নয়নে ভেসে উঠবে বাবা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।