আমাদের কথা খুঁজে নিন

   

PHP সম্মেলন! আগামী ১৬ই মে

...

আপনারা আমার কয়েক মাস আগের দুটি পোস্টে যে মন্তব্য করেছেন, তাতে এটি পরিস্কার ওয়েব প্রোগ্রামিংএ আগ্রহ আছে অনেকের বা অনেক ব্লগার বা ব্লগ পাঠকই প্রোগ্রামারও। আপনাদের পিএইচপি ওয়েব প্রোগ্রামিংএর প্রতি আগ্রহও কম নয়। আপনারা জেনে আনন্দিত হবেন, যে আগামী শনিবার সেই অনেকের আকাঙ্ক্ষিত একটি অনুষ্ঠান হতে যাচ্ছে এই ঢাকায়। বাংলাদেশের পিএইচপি চর্চাকারী একটি ইয়াহু গ্রুপ রয়েছে যা এই অঞ্চলে সম্ভবত সবচেয়ে কার্যকরি এবং বড় আকারের। http://groups.yahoo.com/group/phpexperts বাংলাদেশ থেকে প্রথম জেডসিই সনদ অর্জনকারি এবং এই ব্লগের একজন কারিগরী নির্মাতা হাসিন হায়দার গ্রুপটির প্রতিষ্ঠা করেছেন।

আর প্রতিষ্ঠার পর থেকেই, উন্মুক্ত সোর্সকোড ঘরানার প্রোগ্রামিংএ আগ্রহী মানুষের ভীড় দেখা যাচ্ছে এই গ্রুপে প্রতিনিয়তই। এবার অনেকদিন পর এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে। বলা যায় ২০০৫ এর পর এধরণের অনুষ্ঠান আর হয়নি। এবারের অনুষ্ঠানটি এক কথায় তুলকালাম কাণ্ড বাধাবে বলে অনেকে মনে করছেন। কেননা, এবার বিশেষ ধরণের কিছু বিষয়কে বেছে নেয়া হয়েছে ঠিক উন্নত বিশ্বের এগিয়ে যাওয়া প্রোগ্রামিংকে বাংলাদেশের ছেলেরাও কিভাবে নিজেদের আয়ত্ত্বে নিয়ে আসতে পারে তা নিয় চলবে গঠনমূলক আলোচনা।

http://twtpoll.com/m88ypu এখানে একবার চোখ বুলিয়ে আসুন তাহলে দেখবেন প্রস্তাবিত বিষয়গুলোর নাম এবং তাতে আগ্রহীদের ভোটের সংখ্যা। এবার আসি নির্ধারিত বিষয়গুলো কে কোনটি আলোচনা করবেন জেনে নেই: 1. Developing Quality Web Applications আলোচক - তানভীর হাসা(CTO টেকসিমেট্রী) 2. Blessings of modern javascript framework - jQuery - আলোচক - আনিস উদ্দীন আহমেদ (রাইট ব্রেইন সলিউশনস) 3. Open Source E-Commerce Solutions আলোচক - সাইদুর রহমান(কনসাল্ট্যান্ট ইনফরম্যাটিক্স সফটওয়্যার) 4. Developing facebook applications আলোচক - জুনেল রহমান (ট্রিপার্ট ল্যাব) 5. Security in web applications - আলোচক - মিজানুর রহমান(ইনফরম্যাটিক্স সফটওয়্যার) 6. How to become a kick-ass web application developer আলোচক - এমরান হাসান(রাইট ব্রেইন সলিউশন) 7. Scaling Web Applications আলোচক - হাসিন হায়দার (আইটুউই) 8. Preparing yourself for Zend Certification Exam. আলোচক - মাহমুদ আহসান(আইটুউই) অনুষ্ঠানটি ব্যয়ভার বহন করছে : ১. অঙ্কুর বাংলাদেশ(বাংলা উন্মুক্ত লিনাক্স নিয়ে যারা কাজ করছেন) ২. Right Brain Solution (ছোট অথচ প্রচণ্ড সফল একটি সফটওয়্যার প্রতিষ্ঠান) ৩. Informatix Software(পিএইচপি'র আরেক গুরু মিজানুর রহমান প্রতিষ্ঠিত) ৪. I2We(ফেসবুক এপ্লিকেশন নির্মাণ করে থাকে এই রিমোট কোম্পানিটি) মাত্র ১৫০ জনের স্থান সংকুলান হবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে। যারা আগ্রহী তার নিবন্ধন করুন এক্ষুণি http://tr.im/jdnj এটি হচ্ছে তার নিবন্ধনের ঠিকানা। এখানে আসার জন্য কোনো প্রবেশ ফি নেই আপনার আগ্রহটি বড়। অতিথিদের বিনামূল্যে উবুন্তু ডিভিডি দেয়া হবে।

আরো রয়েছে নানা পুরস্কার। বিস্তারিত জানুন http://phpXperts.net থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।