আমাদের কথা খুঁজে নিন

   

পানি-দস্যুর দাদাগিরি

সুন্দর সমর

হে আমাদের নদীরা তোমাদের মৃত্যু সংবাদ কি শুনতে পাও? দেখ পদ্মার মৃত্যুবার্তা রচিত হলো ফারাক্কার মধ্য দিয়ে, এটাই ছিলো শুরু। প্রমত্তা চির যৌবনা উর্মি মুখরিত পদ্মা আজ পানির কলধ্বনি ভুলে গেছে, সে খানে এখন বালুর কান্না ধ্বনি এ ভাবেই নদী মরছে এবার টিপাইমুখের পালা ওপারে নির্মাণ হচ্ছে বাধ আর সোনার দেশ থেকে হাততালি দিচ্ছে কতিপয় সহচর তাদের হাতেই গদি এবং দেশ। মাওলানা ভাসানী এখন আমরা তোমার হুংকার শোনার জন্য কান পেতে আছি। আমরা আবার মিছিলে যেতে যাই এবার আমাদের জীবন ও মরু হয়ে ওঠা ভূমিতে মরণের লড়াই আসুন আমরা আবার জেগে উঠি পানি-দস্যুর দাদাগিরি মানব না না না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।