আমাদের কথা খুঁজে নিন

   

শেষ পর্যন্ত পাকিস্থান জিতল।


পেস বোলার উমর গুলের ক্যারিয়ারের দ্বিতীয় সেরা সাফল্য পাকিস্তানকে সহজ জয় এনে দিয়েছে। বৃহস্পতিবার রাতে দুবাইয়ের টি-টোয়েন্টি ক্রিকেটের একমাত্র ম্যাচে পাকিস্তান ৭ উইকেটে অস্ট্রেলিয়াকে সহজে হারায় ৩.৪ ওভার হাতে রেখে। ২৫ বছর বয়স্ক গুল ৪ ওভার বোলিংয়ে ৪ উইকেট ৮ রানের বিনিময়ে। আর লেগ স্পিনার শাহেদ অফ্রিদি ১৪ রানে ৩ উইকেট নিলে অস্ট্রেলিয়ার ইনিংস ১০৮ রানে গুঁড়িয়ে যায় ১৯.৫ ওভারে। সহজ টার্গেট সামনে রেখে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ১৬.২ ওভারে লক্ষ্যে পৌঁছায় কামরান আকমলের অপরাজিত হাফ সেঞ্চুরিতে। দুবাই স্টেডিয়ামে টস জিতে ভারপ্রাপ্ত অধিনায়ক মিসবাহ উল হক ফিল্ডিংয়ে নামেন। জয়ের জন্য ১০৯ রান করার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান দুই ওপেনার আহমেদ শেহবাজ (৪) ও সালমান বাটের (১৬) উইকেট হারাবার পর ঘুরে দাঁড়ায় আকমলের ৫৯ ও মিসবাহর ২৪ রানের ওপর ভর করে। তারা তৃতীয় উইকেটে যোগ করেন ৮৫। আকমল ৪২ বলে প্রথম টি-টোয়েন্টির হাফ সেঞ্চুরি করেন ৫ চার ও ৩ বিশাল ছক্কায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।