আমাদের কথা খুঁজে নিন

   

আছো শুধু তুমি গুরুদেব...

আমি ভারতিয়। বাড়ি উত্তরপূর্ব রাজ্য ত্রিপুরায়। ব্যঙ্গালোরে কাজ করি। ভালবাসি। বিবাহীত।



আজ আকাশে, আলো আছে ভরা চাঁদের পাশে, আছে কত তারা শুধু তুমি নেই, শুধু তুমি নেই গুরুদেব... আজো জল পরে আজো পাতা নড়ে তবু সে পাতা আজ একা রয়ে যায়, কাঁদে আজো হিয়া ফোঁটে ক্যামেলিয়া তবু তার স্থান নেই, কোন কবিতায়। কাঁচ ভাঙে নিত্য সে পুরাতন ভৃত্য আজ তার কান্না আর কেউ দেখে না, পাষাণ খয়ে যায় ছোট নদি বয়ে যায় তার চলা দেখে আর কেউ শেখে না। আজ পঁচিশে বৈশাখে সাজ সাজ চারিদিকে তোমারই আলো, তোমারই আলো গুরুদেব... মানসী, গীতাঞ্জলি, বলাকা, সোনার তরী, তোমার কবিতা আজো মুখে মুখে, ডাক ঘর, বিসর্জন, রাজা, অচলায়তন, তোমার নাটক আজো সুখে দুখে। তাই আজো আমাদের মননে, বিরহে, মিলনে, আলয়ে, বিজনে, আছো শুধু তুমি, আছো শুধু তুমি গুরুদেব... তোমার কবিতা পড়ে বড় হয়েছি। তোমার লেখায় বাংলা শিখেছি।

আজ তোমার জন্মদিনে আমার তরফ থেকে এই ছোট্ট নিবেদন। (কৈ, এবার তো স্বপ্নে দেখা দিলে না?) আশীর্বাদ করো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।