আমাদের কথা খুঁজে নিন

   

আমি কবি নই, ....... (পরের অংশ)।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

আমি কবি নই মোহতার শব্দে মায়াবী সুরে আমি অপরাগ ভালবাসার তালপাখায় মূর্ছা যাওয়া সুরে আমার বিরাগ আমি সাধারণ ধ্বংসের গভীরে ক্রমে জাগা জাগরণ লড়াকু আত্ব্যার দুঃস্বপ্ন, বারং বার আহবান, আমরণ। আমি কবি নই, হতেও চাই না ! আমি টোকাই প্রতিবাদ মিছিলে নেতাদের পেটাই অকারণ আর ভাষনের পৃষ্ঠে থেতলে যাওয়া আর পথের অলেখা ব্যাকারণ। আমি বেহুশের আগে হুশের হুংকার, দম-ভাঙ্গা চিৎকার। আমি হাহাকার। আমার হৃদয়ে ঘৃণার সংসার, উন্মাদনার পরিবার সমাজে গরীবের দাবীতে চিরফাটা আবদার। আমি কবি নই আমি খেটে খাওয়া মানুষের চিত্রকার, কথার ছড়াকার। আমি কবি নই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।