আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
সকালে উঠেই বোনকে বললাম,"আজকের টেম্পারেচার কতো? যা, এই থার্মো নিয়া ছাদে রাইখা আয়!"
ও দেখি নাচতে নাচতে নিয়া রাখতে গেলো। ফিরলো ১ ঘন্টার পর।
: থার্মোমিটার রাখতে কি ১ ঘন্টা লাগে?
: কই রাখলাম আবার থার্মোমিটার? আমিতো ঐটা ফেলায় দিয়া আসলাম। তুমি না বললা এইটা ফেলায় দিতে!
: কি কইলি?
আমি টাস্কি খেয়ে বুঝলাম ওর কানে তখন হেডফোন ছিলো।
মেজাজ খটমট নিয়ে অনেক দিন পর ছুটির দিন বোলগাচ্ছি, মোবাইল বন্ধ তাই অফিসের রিস্ক কম, না হইলে হয়তো ছুটির দিনেও ফোন করে বলতো,"রনি, একটু আসোত, একটা মিটিং করতে হবে!"
যাই হোউক, আজকের টেম্পারেচার এখন ৩৭.৫ ডিগ্রী। ভালোই গরম পড়ছে। গতবার এমুন গরম পড়ছিলো কি না জানি না, তবে এইবার গরম গানের পুরানা আমলের রেকর্ডের মতো তার মাইলস্টোন ভাইঙ্গা চলতাছে। কখন দেখা যাবে রাস্তা দিয়ে কিছুক্ষন হাটলেই মানুষের মাথায় আগুন ধরে যাচ্ছে আর ডিম ওয়ালাদের ডিম খাচার ভিতরেই পোচ হয়ে যাচ্ছে!
যাই আমি অনেক ক্ষন চিন্তা করে ডিসিশন নিলাম একটা ঘুম দিমু, কিন্তু স্বপ্ন দেখুম সেই ডিসিশন নেই নাই।
বলেনতো কি নিয়া স্বপ্ন দেখন যায়?
অবশ্য একটা টেনশন কাজ করছে।
এই বছরে ১৮ টা ছুটি এখনও পেন্ডিং আর প্রোজেক্টের কাজও বাড়ছে। ঘুমানোর জন্য কি দুদিন ছুটি দেবে বস?
বুঝতে পারছি না!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।