আমাদের কথা খুঁজে নিন

   

কেন এত কস্ট দাও আমায়?



ন এত কস্ট দাও আমায়? তুমি তো আমার নও। মাঝে মাঝে আমি ভুলে যাই তুমি আমার নও। তখন খুজে ফিরি এ্যাড্রেস বুকে তোমার নম্বর। ভাবি একবার ফোন দিবো তোমায়। তখন মনে পড়ে এ আমি কি করছি? আমি ভুলে যেতে চেস্টা করি।

ভীড়ের মধ্যে হারাতে যাই, হয়তো কাউকে দেখে মনে পড়ে তুমি ওখানে কিভাবে হাটতে, কথার ফাকে দিতে একটা সুন্দর হাসি। পরে সম্বিৎ ফিরে পেয়ে বুঝতে পারি এ আমি কেনো করি? তবুও তুমি আমাকে বার বার ডেকে চলো, প্রশ্ন করো, আমি ডুকড়ে কাদি আমারি মাঝে। আমি চলতে চাই তোমার হাত ধরে সারাটা জীবন, কিন্তু হাতদুটো তো আমার জন্য নয়। তবু তুমি হেটে চলো আমারি সাথে, পপকর্ন খাও, খাওয়াও, আমি কাদতে কাদতে হাসি, অশ্রুগুলো লুকাই আধারে তোমারি অগোচরে। তুমি অতি সাধারন জিনিসেরও খবর নাও, খেয়েছো, কখন খেয়েছো, কেন খাওনি, তাড়াতাড়ি খাও, কি পড়ে এসেছো? কেন করো আমায়? আমি তো তোমার কেউ নই।

শুধু নামমাত্র বন্ধু বলেই চেনো। তবু কেনো আমার হঠকারী সিদ্ধান্তে তুমি বাধ সাধো? কই কেউ তো আমাকে আটকায় না, তবে তুমি কেনো আটকাও। মাঝে মাঝে খুব দুঃখ লাগে যখন ভাবি হায় আমারি চোখের সামনে ডুবে যায় আমার তরী অথচ আমি শুধু দেখে চলি আমি ডুবে যাচ্ছি। সেদিন হেটেছি দুজনে অনেকক্ষণ, জানতে চাইলে মনের ব্যাথা, আঘাত করলে সেই পুরনো ক্ষত। আমি বারবার কেদে মরি আমারি মাঝে তবু বলি কেন করি এসব? বার বার বুঝাই আমি তোমার কেউ না, তোমার জন্য যে সে যেখানে বসে আছে তাকে শুধাও না প্লীজ।

সেও তো কত কস্টে আছে, অপেক্ষায় কখন তোমকে কাছে পাবে, চুম্বনে ভরিয়ে দেবে সারাটা জীবন। সে তোমাকে ভালোবেসেছে তোমারি কোনো দুঃসময়ে, তোমাকে জাপটে ধরেছে তোমারি দুঃখে, তুমি পেয়েছিলে ভালোবাসা নিতান্ত ভালোবাসাহীন সময়ে। তবু কেন অপেক্ষায় রাখো তাকে? তুমি তাকে নিয়ে ভাবো, আমার কেউ নেই শুধু মা-বাবা-বোন ছাড়া। আমি এখন নিজের জন্য বাচি না, শুধু তাদের জন্য........ আমাকে একা থাকতে দাও, আর কটা দিন! আমি চলে যাবো চোখেরি অগোচরে, ঠেকিও না। একটা ছেলে হারিয়ে গেলো তোমাকে ভালোবেসে, যখনি কাদবে কোনোদিন তখন হয়তো মনে করবে কেউ কেদেছিলো তোমরি জন্য, আর আমি জানি তুমি সুযোগ পাবে না কাদার, কারন তোমার হাত যে ধরবে, সে বইয়ে দেবে সুখের বন্যা।

তাকে ঠকিও না! অশেষ শুভেচ্ছা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।