আমাদের কথা খুঁজে নিন

   

১৪৪ ধারা জারি শিক্ষক সমাবেশ করতে পারলেন না সাঈদি



১৪৪ ধারা জারি শিক্ষক সমাবেশ করতে পারলেন না সাঈদি Thursday, 07 May 2009 22:08 চৌমুহনী পৌর অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষক পরিষদ ও যুবলীগ-ছাত্রলীগের পাল্টপাল্টি কর্মসূচীর কারণে ১৪৪ ধরা জারি করেছে প্রশাসন। বুধবার মধ্য রাত থেকে মাইকযোগে ১৪৪ ধারা জারির কথা প্রচারের কারণে ভেস্তে গেছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদির মাদ্রা শিক্ষক সমাবেশ। এ সমাবেশে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা। জানা যায়, বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর চৌমুহনী পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নোয়াখালী শাখার উদ্যোগে মাদ্রাসা শিক্ষকদের সমাবেশ আহবান করা হয়। পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলো।

একই সময়ে একই স্থানে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর যুবলীগের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ আহবান করা হয়। সমাবেশ সফল করতে বুধবার সন্ধ্যায় তারা চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও প্রস্ত্ততি সভা করে। এনিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করে। যার ফলে শিক্ষক পরিষদ কিংবা যুবলীগ কেউই সমাবেশ করতে পারেনি। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীও নোয়াখালী যাননি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, পৌর অডিটোরিয়া সংলগ্ন এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে ১৪৪ ধারা জারির কারণে সমাবেশ পন্ড হয়ে যাওয়ায় মাদ্রাসা শিক্ষক পরিষদ নোয়াখালী শাখার সভাপতি মাওলানা আমীনুল্লাহ ও সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ মুনীর এক যুক্তবিবৃতিতে সমাবেশ বন্ধ করাকে মৌলিক মানবাধিকারের নগ্ন হস্তক্ষেপ ও গণতান্ত্রিক আচরণের পরিপন্থি উল্লেখ করে এ ঘটনার নিন্দা জানান। ১সাপ্তাহপূর্বে অডিটোরিয়াম ভাড়া নেয়ার পরও পাল্টা কর্মসূচীকে তারা অনভিপ্রেত উল্লেখ করেন। উল্লেখ্য, যুবলীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ ডাকার পর মাদ্রাসা শিক্ষক পরিষদ নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহর সাথে সমঝোতা বৈঠকে বসে। রাত ৮টা পর্যন্ত বৈঠকে কোন সিদ্ধান্ত না হওয়ার পর তারা পুলিশ প্রশাসনের সাথেও যোগাযোগ করে কিন্তু শেষ পর্যন্ত যুবলীগ অনঢ় থাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

নোয়াখালী, ৭ মে, ফোকাস বাংলা নিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।