আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আইপিএল বয়কট করি



আইপিএল সে যে সপ্নের এক আসর। অনেক প্রতিক্ষার পর শুরু হল সেই স্বপ্নের আইপিএল। ১৪ কোটি মানুষের মনের গভীরে সেই দিনই আইপিএল চলে গেছে যেদিন প্রথম বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাককে তারা কিনে নিয়ে গিয়েছিল। আবার তারা আইপিএলের দ্বিতীয় আসরে কিনে নিয়ে গেছে বাংলাদেহের দুই তারকা খেলোয়ার বাংলাদেশ জাতীয় দলের আধীনায়ক আশরাফুল এবং তার দেপুটি মাশরাফি বিন মুর্তজাকে। তারা তাদেরকে কিনে নিয়েছে তাদের যোগ্যতা বলে কেউ তাদেরকে দয়া করেনি।

এমনকি মাশরাফিকে কিনতে তারা ছিল মরিয়া। তারা তাকে শেষ পর্যন্তু কিনে নিয়েছে সাড়ে ছয় লাখ ডলারে। কিন্তু আজ কেন তাদের মাঠে নামানো হছে না এ প্রশ্ন শুধু আমার না গোটা বাংলাদেশের ১৪ কোটি মানুষের। কেন তোমরা তাদের মাঠে নামাচ্ছ না? তোমরা কি তাদের neglect করছো! তারা neglect করার মত খেলোয়াড় না। আইপিএল তোমরা বাংলার মানুষের মনে যেভাবে ছিলে তার ১০% ও এখন নাই।

আমিসহ আমার প্রায় ১৫ বন্ধ আইপিএল বয়কট করেছি শুধু একটাই কারন আমাদের কোন খেলোয়ারকে তোমরা এখনো মাঠে নামাও নাই। যদি তোমরা বাংলার মানুষের মনের কোঠায় আবার ঠাই নিতে চাও তাহলে তাদেরকে মাঠে নামাও। একটা প্লেয়ার যদি মাঠেই না নামলো তাহলে তার মুল্যায়ন করবে কিভাবে! আমাদেরকে মাঠে নামাও ভাল খেলতে না পারি মাঠে নামিও না। কেন আমাদেরকে তোমরা অবমুল্যায়ন করছ? এটা করার কোন অধীকার তোমাদের নাই। কলকাতা নাইট রাইডার্স ৯ টা ম্যাচ খেলেছে কিন্তু তারা জয় পেয়েছে মাএ একটা।

যে মাশরাফি কলকাতা নাইট রাইডার্সের নিজেদের অয়েবসাইডে সবচেয়ে বেশি ভোট পেয়েছে আজ তোমরা তাকে মাঠে নামাচ্ছ না আর তারই ফল তোমরা ভোগ করছো ৭ টা ম্যাচে পরাজয় বরন করে। আজ তোমারা পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছো। ১৪ কোটি মানুষের ধীক্কার তোমাদের উপর। আমি হলফ করে বলতে পারি আজ তোমরা মাশরাফিকে মাঠে নামাও আজই তোমরা জয়ের স্বাদ পাবে। Team Standings MP W L NR RR P Delhi 7 5 2 0 +0.16 10 Hyderabad 8 5 3 0 +0.15 10 Chennai 8 4 3 1 +1.36 9 Rajasthan 8 4 3 1 -0.32 9 Bangalore 8 4 4 0 -0.20 8 Punjab 8 4 4 0 -0.50 8 Mumbai 8 3 4 1 +0.52 7 Kolkata 9 1 7 1 -1.09 3 এটা আমার মনের গভীরের কিছু কথা।

আসুন আমরা আইপিএল বয়কট করি যতোদিন আমাদের ছেলেদের মাঠে না নামানো হবে ততোদিন চলবে আমাদের ধারা...। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।