আমাদের কথা খুঁজে নিন

   

আয় বাঙালি আয়

বিস্ময় মুছে দিও না... আয় বাঙালি আয় ('৭১ থেকে '১৩, সকল দেশাত্মবোধে জাগ্রত জনতাকে) শাহবাগ ডাকে আমায় আয় আয় সহযোদ্ধা ডাকে আমায় আয় আয় মু্ক্ত হ'তে যুদ্ধে যাবো আলো পেতে পথে যাবো মিটিয়ে দেবো সকল দেনা ডাকছে দেশের মুক্তি সেনা আজ বাঙালির রব উঠেছে আয় আয় আমরা শোকের ধ্বজ্জাধারী দখল নেবো নিজের বাড়ি মায়ের চোখে অশ্রুপানি মোছাতে সে চোখ দু'খানি আজ বাঙালির রব উঠেছে আয় আয় পিশাচ বধে ধুইবো কালি পোড়াবো সব আগুন জ্বালি ফিরবো না আর বিজয় বিনে সূর্য জ্বলা এমন দিনে আজ বাঙালির রব উঠেছে আয় আয় আয় বাঙালি পথে আয় বদ্ধভূমি ডাকছে তোমায় শহীদ মিনার আয়রে চলে সহযোদ্ধা ডাকছে ব'লে আজ বাঙালির রব উঠেছে আয় আয় শাহবাগ ডাকে আমায় আয় আয় সহযোদ্ধা ডাকে আমায় আয় আয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।