আমাদের কথা খুঁজে নিন

   

যত দূরে যাবে বন্ধু - কবীর সুমন

...দেখো হঠাৎ ফেরারী কোনও স্মৃতিই কাঁদাবে্‌...

যত দূরে, দূরে, দূরে যাবে বন্ধু একই যন্ত্রণা পাবে, একই ব্যথা ডেকে যাবে নেভা নেভা আলো যত বার জ্বালো ঝোড়ো হাওয়া লেগে তার শিখা নিভে যাবে।। কিছু কিছু কথা আছে যার মানে, বুঝিনি এখনো তবু সন্ধানে কাটে সকাল বিকেল যেন নেহাৎ ই স্বভাবে। গোছানোর কথা ছিল এমন ই সময় সব অগোছালো কথা, জমা নীরবতা যত ভাবো ভুলে যাবে,যা ছিল বেদনা যতই ভুল না, যতই বোঝ না, দেখো, হঠাৎ ফেরারী কোন স্মৃতিই কাঁদাবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।