আমাদের কথা খুঁজে নিন

   

বাংলানিউজ২৪.কম : লেখাচোরের আখড়া

সামহোয়ার ইন ব্লগ এবং ব্লগারদের গোষ্ঠী উদ্ধার করে টিস্যু পেপারের অনলাইন সংস্করণে নামবিহীন সিনিয়র করেসপন্ডেন্টের লেখা শাহবাগ নিয়ে বিতর্কিত ভূমিকায় সামহোয়্যার, নজরদারি এবং বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষক জিনিয়া জাহিদের সামহোয়্যার নিয়ে প্রাসঙ্গিক কিছু কথা লেখা দুটি পড়লাম। সামহোয়ার ইন যদিও ধোয়া তুলসীপাতা না তবুও ব্লগারদের সম্পর্কে ঢালাওভাবে এই নোংরা অপপ্রচার আমার ভালো লাগেনি। ভালো হতো যদি গবেষক সাহেবান বাংলা নিউজকে নিয়ে আগে একটু গবেষণা করে তারপর সামুর দিকে হাত বাড়াতেন। টিস্যু পেপারের অনলাইন সংস্করণ বাংলা নিউজ এটি মুখরোচক সংবাদ মাধ্যম বলা যেতে পারে। আলতু ফালতু এমন কোন খবর নেই যা এরা প্রকাশ করে না।

স্টাফ করেসপন্ডেন্ট থেকে শুরু করে আরো অনেকের বিরুদ্ধে লেখা চুরির অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। আর লেখাদস্যুরা তা সাপোর্টও করছে বলা চলে। বাংলা নিউজের দস্যুতা নিয়ে ফিউশন ফাইভের আবুল খায়েরের দুধ, বাংলানিউজের দস্যুতা : একটি সংবাদ গুম হয়ে যাওয়ার গল্প লেখাটির কথাই সর্বাগ্রে মনে আসলো। ব্লগারদের লেখা চুরি করে নিজেদের নামে প্রকাশ করার অনেক নজির ব্লগ ঘাটলে পাওয়া যাবে। এত সময় ব্যয় করতে পারছি না।

নিজের অভিজ্ঞতাই বলি। চায়না রেডিও'র বাংলা ওয়েবসাইট থেকে একটি লেখা হুবহু কপি-পেস্ট করেছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট রহমত উল্যাহ। মূল লেখকের ব্যক্তিগত ইভেন্টের কথাও রহমত উল্লাহ নিজের নামে চালান করে দিয়েছে। বিষয়টি তার নজরে আনলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে যোগাযোগের জন্য তিনি যে ইমেইল ঠিকানাটি দিয়েছেন সেটি ভুয়া।

তার মোবাইল নাম্বারে (০১৭১০১০১৮২৮) কল দিলে রিসিভ করে না। (সম্ভবত) প্রধান বার্তা সম্পাদক মি. আহমেদ রাজুর সাথে কথা বললে তিনিও এ বিষয়ে কোন ব্যবস্থা নেননি। একাধিক ই-মেইল, টেলিফোন করলেও এমনকি সবচেয়ে দু:খের বিষয় হচ্ছে, লেখা চুরির বিষয়টি বাংলা নিউজের এডিটর ইন চিফ মি. আলমগীর হোসেনের (০১৭১১৫২৮৮০০) নজরে আনলে তিনিও কোন ব্যবস্থা নেননি। চীন আন্তর্জাতিক বেতারের লেখাটির লিংক , বাংলানিউজের লিংক । লেখা চুরিকে এভাবে প্রমোট করা সংবাদ মাধ্যমের কাছ থেকে সামহোয়ার ইন ব্লগ সম্পর্কে আজে বাজে খবর প্রসব করার তীব্র বিরোধিতা করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।