আমাদের কথা খুঁজে নিন

   

রাত এবং ভাটার টান

সুন্দর সমর

রাত নিয়ে অনেক কথা-উপকথা রচিত হয়েছে। বাসর রাতকে কেউ কেউ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাত বলেছেন। চাঁদনী রাত নিয়ে কথামালা আজও রচনা হচ্ছে। বহুদিন পর দেখা পুরান বন্ধুদের নিয়ে আড্ডার রাতের গপ্প সে তুলনায় বরং কম। সে সব রাতকে শাদা বকের পাখনার চেয়েও সফেদ মনে হয়।

মনে হয় তুষারের ডানায় উড়ে আসা শব্দহীন কোনও অপার্থিব সংগীত। তবে আজকাল রাতগুলোকে সন্ত্রাসের সূতিকাঘর মনে হয়। খুন-ডাকাতি-ছিনতাই-সন্ত্রাস। মাদকের জমজমাট কারবার। আয় যায় যায় বিদ্যুতের খেলায় রাত আরো অন্ধকার হয়।

এনালগ থেকে ডিজিটাল হওয়ার প্রসব বেদনা একেই বলে কিনা জানি না। আসলে জানতে ইচ্ছা করলেই বা কি, কে জবাব দেবেন! পুলিশের প্রতিমন্ত্রী ইউটোপিয়ার ভাষণ দেবেন আর বক বক বাণিজ্যের মন্ত্রী ষড়যন্ত্র ষড়যন্ত্র বলে স্বরযন্ত্র কাঁপাতে থাকবেন। মন্ত্রীকুলের সর্দার মহান রাণীজি কখন যে কি কন বুঝতেই পারি না। তিনি এক কথা বলেন, আর তার মুখপাত্র বলেন ওটা নাকি প্রধান চৌকিদার মানে প্রধান সেনাপতি প্রথম বলেছেন ব্যাখা তাকেই জিজ্ঞাসা করুন। রাণীজি এর ব্যাখার দিতে বাধ্য নন! কি জানি।

আমার হয়ত সাহস থাকলে এরপর বলতাম, তা হলে হে মহান রাণীজি আপনি কি প্রধান চৌকিদারের কথা ধার করে জনসভায় অনর্গল চেচিয়ে কাঁদা ছুড়বেন আক্কেলের মাথায় নারকেল ভেংগে। কিন্তু এমন গুজবমাখা আকাশ বাণীর এমন দায়িত্ব নেবেন না। অবৈধ সন্তানকে যে ভাবে ডাস্টবিনের কাছে ফেলে আসে কোনো কোনো হতভাগ্য নারী। আপনার কথা জোয়ারও তেমনি হয়ে থাকবে। মিথ্যার আবাদী- নায়ক নেতা-‘নেতি’রা ভুলে যান, এক মাঘ নয় সামনে নির্বাচনের আরো মাঘ অপেক্ষা করছে।

এই রাত রাত নয় আরো রাত আছে। পূর্ণিমার শেষে হা করে থাকে অমাবশ্য। সামনে অমবশ্যার মহাগ্রাস অপেক্ষা করছে মহা ফুর্তিতে! সন্ত্রাস। দ্রব্যমুল্যের উর্দ্ধ অগ্রগতি আর ছাটাইয়ের হুমকিতে নৌকার পালের হাওয়ায় ভাটার নাচন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।