আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সবাই একটু ফ্রেশ হই

...চিরদিন কাহারো সমান নাহি যায় .... আজ যে বড়লোক কাল সে ভিক্ষা চায়............

এই ব্লগে অনেক শিক্ষিত ব্লগার আছেন, আছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। আসেন সবাই কঠিন কঠিন কাজ বাদ দিয়ে একটু ফ্রেশ হই। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় আমার বড় ভাইয়েরা কিছু ট্রানশ্লেষন ধরেছিল আমি তখনো বলতে পারিনাই, এখনো পারি না। কেউ সাহায্য করবেন?? ১। ছেলেটি সুপারি গাছ থেকে ছ্যাঁছড়াইয়া নামিল।

২। বাঘের লেজ দিয়া কান চুলকানো ভাল নয়। ৩। সেলিমের দাদা গাব গাছের মোতা দিয়া প্রত্যেহ দাঁত মাজেন। ৪।

র‌্যাবের প্যাঁদনী আনন্দদায়ক। ৫। তোমরা নিশ্চই "আবু ছফফাহ মোঃ ইহাহিয়া বাহার সুমন মোল্লা বিনতে নাজিম উদ্দীনের" নাম শুনিয়াছ?? আর বাকিগুলা মনে নাই। মনে পড়লে যোগ করব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।