আমি ব্লগে আসছি খুব বেশিদিন হয় নাই... এইখানে দেখি + এবং - দিবার অপশন আছে... সোজা বাংলায় ভালো লাগলে + দিবা এহং খারাপ লাগলে -- দিবা... ভালো সিস্টেম।
আমার প্রশ্ন অন্ন খানে... মাঝে মাঝে খুব ভালো কিছু পোস্ট এ মানুষ মাইনাস দেয় এবং আকামের কিছু লিখায় + দিয়ে যায়... কেন ?? মানুষ কি পডে না ? নাকি বুদ্ধি পান্টের পকেট এ ঢুকায় রাখে ?? কিছু কিছু লিখা পডে বুঝি না মানুষ কি করে এইসব লিখায় মাইনাস দিতে পারে !! আমার মনে হয়, কিছু পাগল আছে, যারা সব পোস্ট এ ঢুকেই শুধু মাইনাস দিতে... জদিও +/- এ কারো কিছুই আসে যায় না, তাও খুব ভালো হতো যদি + এবং -- দিবার সাথে একটা অপশন দিয়ে দেওয়া, যেখানে কেও +/-- যাই দিক, কারন বলতে হবে...
আমার এই লিখা খুব আজাইরা একটা পোস্ট... দেখি কয়টা মাইনাস পডে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।