মিরপুর চারিদিকে শুধু মানুষ আর মানুষ। অসংখ্য বস্তিবাসী লোকের বসবাস। অনেক আটকে পড়া পাকিস্তানী নাগরিকের বসবাসের শহর। এদের দেখার দায়িত্ব কার? বস্তিবাসী, আটকে পড়া লোক এরা কি মানুষ না। এদের কি পানির প্রয়োজন হয় না। বস্তির মানুষের কি চিকিৎসার প্রযোজন নাই? কে দেখবে এই সমস্যা? মিরপুরে আনুমানিক ২০ লক্ষের অধিক মানুষের বেশী লোক বসবাস করে। শুধু আশ্বাসের বাণী শুনেই কি যাবো? আর কত দিন এই ভাবে? আসলে দেখার লোকটি কে?
১. ২০ লক্ষ মানুষের জন্য মিরপুরে তিনজন মাননীয় সাংসদ আছেন। উনাদের কাজ কি? Who will write their job description? Respected MP should be take resonsibility and come forward to solve the issues of their respective areas. If they need any support we could help them.
এই ভাবে আর বসে থাকার সময় নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।