এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
তাওসীফের গাওয়া সেরা গানগুলোর মধ্যে একটি গান।
"অভিপ্রায়" এলবামের। তাওসীফকে একজন নতুন গায়ক বলা চলে। তার নাম অনেকেই শোনেন নি। তবে গানটা মোটেও অপছন্দ করবেন না। এইটুকু নিশ্চয়তা আমি দিতে পারি।
। ।
লিরিক্স:
মন রে, কার জন্য কান্দো তুমি এই ভুবনে;
মন রে, কার জন্য কান্দো তুমি এই ভুবনে।
যে তোমারে দূঃখ ছাড়া কিছুই দিলনা,
যে তোমারে কথা দিয়া কথা রাখলোনা।
ভালবাসি বলেও কেন দূঃখ পেলে রে,
ভালবাসি বলেও কেন দূঃখ পেলে রে।
মন রে, কার জন্য কান্দো তুমি এই ভুবনে;
মন রে, কার জন্য কান্দো তুমি এই ভুবনে।
দুচোখের এই ভালবাসা, বলো এখন করি কি;
তোমার পথে চেয়ে থেকে অন্ধ হয়েছি।
দুচোখের এই ভালবাসা, বলো এখন করি কি;
তোমার পথে চেয়ে থেকে অন্ধ হয়েছি।
মন রে, কার জন্য কান্দো তুমি এই ভুবনে;
মন রে, কার জন্য কান্দো তুমি এই ভুবনে।
ছলনার এই পৃথিবীতে, ভালবাসা আছে কি;
তবু আমি চোখ বুজে ভালবেসেছি।
ছলনার এই পৃথিবীতে, ভালবাসা আছে কি;
তবু আমি চোখ বুজে ভালবেসেছি।
মন রে, কার জন্য কান্দো তুমি এই ভুবনে;
মন রে, কার জন্য কান্দো তুমি এই ভুবনে।
যে তোমারে দূঃখ ছাড়া কিছুই দিলনা,
যে তোমারে কথা দিয়া কথা রাখলোনা।
ভালবাসি বলেও কেন দূঃখ পেলে রে,
ভালবাসি বলেও কেন দূঃখ পেলে রে।
মন রে, কার জন্য কান্দো তুমি এই ভুবনে;
মন রে, কার জন্য কান্দো তুমি এই ভুবনে।
মন রে, কার জন্য কান্দো তুমি এই ভুবনে;
মন রে, কার জন্য কান্দো তুমি এই ভুবনে;
মন রে, কার জন্য কান্দো তুমি এই ভুবনে।
esnips লিংক
ডাউনলোড লিংক (4shared)
(গানটি আমি পোলাপাইন ডট কম থেকে ডাউনলোড করেছি। কিন্তু লিরিক্সটা নিজের টাইপ করা। । ।
)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।