আমাদের কথা খুঁজে নিন

   

এই তো, মেঘাচ্ছন্ন দিনে... ভেজা দিন গান গেয়ে যা

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

সন্ধ্যা হতেই গান শুনছি। সব চেনা গান- শ্রীকান্ত আর মৌসুমী ভৌমিকের.. শুনতে শুনতে রাত হয়ে গেলো। পুরো সপ্তাহটাই বৃষ্টি ধোয়া আর মেঘে ঢাকা... মনে কেমন জানি স্যাঁতস্যাঁতে ভাব। খুব একটা যে খারাপ লাগছে, তা-ও না।। কোনো পাগলী'র কথা মনের কোণে নেই... তবুও কেনো যেনো মনে পড়ে- তুই এলি না, এলি না, এলি না আমার কাছে... বুঝতে হলে কথার মানে চেনা পথের বাইরে চলো আমি পথ খুঁজি না তো পথ মোরে খুঁজে মন যা বুঝে না বুঝে, না বুঝে তা বুঝে আমি খুঁজছি, আমি খুঁজছি তোমার ঠিকানা অলিগলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না আমি তো খুঁজি কারণ, মন আমার করে বারণ বলে কেনো এমন মরণ বিনা কারণে! সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও পিছনে যাকিছু টানে, ফেলে যাও ফেলে যাও চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে বৃষ্টি তোমাকে ফিরে চাইলাম গান বা তোমাকে চিঠি লেখা হয় না এক এক একটা দিন বড়ো একা লাগে আমি ছুটে যাই ছাদে সন্ধ্যের মুখে ছাদের মাথায় আকাশ দাঁড়িয়ে বলতে পারা না কথা বলে গেলো সেই সুর ভাসলো আকাশ অজানায় বহুদূর তোমাকেই দু'চোখ ভরে দেখি, কাজল মুছে গেছে একী! এখনি বলো না চলে যাই শুধু একটু ভাবতে দাও- তুমি যে আপন ঝরামালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে হারানো স্বপন চোখে এঁকো না যার চোখ তাকে আর মনে পড়ে না আর কোনো চোখ মনে ধরে না আমি কখনো যায়নি জলে, কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে আমি বাঁধা পড়েছি, আমার ঘরকে আমি শেকল করেছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।