আমাদের কথা খুঁজে নিন

   

দেশ কি সংঘাতের দিকে যাচ্ছে.......?

রাজারাকারদের বিচার চাই....... একটু ভাবলেই বোঝা যাবে দেশ এখন আর ভালভাবে সামনে এগুচ্ছে না। সামনে হয়তো বা কোন বিপদ এসে থাবা চালাবে এর প্রতিটি পরতে পরতে। আমার এসব কথা পড়ে হয়তোবা অনেকেই ভাববেন আমার রাজনৈতিক অবস্থার কথা। কারণ দেশের অবস্থা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে এসব কথা এখন বলা হলে সত্যিই এমন বলাটা অসঙ্গিতও নেই। তবে একটু ভাবলে খুব সোজা উত্তর আসবে দেশ ভাল ভাবে যাচ্ছে না, বরং রীতি মতো এক সংঘাতের দিকেই যাচ্ছে বলে আমার মনে হচ্ছে।

বাংলাদেশে এখন প্রধান রাজনৈতিক দল হলো বিএনপি। তারা এক রকম চুপটি করেই আছে। হয়তো বা তারা এমন অবস্থায় পথের দিশাও হারিয়ে ফেলেছে। এটা ভাবা যেমন বোকামী তেমন তাদের নিয়ে বেশী আশা করাটাও জাতির জন্যে বড় লজ্জার ব্যাপারও বটে। তবে তারা যে খুব তারা তারি কোন সিদ্ধান্তে যাবে না এমনটা ভাবা ঠিক হবে না।

রাজাকারদের ফাঁসি না হওয়া পর্যন্ত যদি শাহবাগসহ দেশের সকল আন্দোলনকারীরা ঘরে না ফিরে আসেন তাহলে এর সমাধান কোথায়? শিবির-জামায়াতও কি থেকে আছে? তাদের নেতাদের বাঁচাতে তাদের নতুন কর্মপন্থা ঠিক করতে অবশ্যই তারা পথ খুঁজছে। তাই তিন সব দল ভিন্ন ভিন্ন দাবি নিয়ে যতি মাঠে দাঁড়ায় তাহলে সমাধান কে দেবে? সরকারের কাছে তার নিজের বিষয় নিয়ে যেখাবে কোন উত্তর নেই, সেখানে অন্যের কাজ করবে বা দাবি শুনে তা পালনের আশ্বাস দিবে তা ভাবা পাগলের কাজ। তবে জামায়াত-শিবির যদি এখন মাঠে নামে তাদের নিষিদ্ধ করার ব্যাপারে সরকার চিন্তা করতে পারে। কারণ এমন সময় মাঠে নামলে তারা সরকারের পাতা ফাঁদে পা দিবে এতে কোন সন্দেহ নেই। তাই সঙ্গত কারণে তারা তাদের কৌশল পাল্টাবে।

হরতাল বা এর চেয়ে কঠোর কর্মসূচির যে হুমকি তারা দিয়েছিল তা আর হবে না বলেই মনে হচ্ছে। তাই বলে কি সরকার শুধু বসে থাকবে? এমন সময় বসে থাকা কোন দলেরই ঠিক হবে না। আমাদের দেশ এমনিই অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে, আমাদের ভূলের দ্বারা আরও যদি এর মাঝে নতুন উই পোকা ধরে তাহলে তা আর সারানো যাবে না। তাই বিএনপি, আওয়ামীলীগ ও জামায়াতসহ সকল বামসংগঠনের উচিত নিজের টা না ভেবে দেশের স্বার্থে কাজ করা। না হলে ধ্বংস নির্ধারিত।

এতে কোন সন্দেহ নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।