আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি-তাওসীফ (তাওসীফ একজন নতুন গায়ক। তার নাম-ই হয়তো প্রথম শুনছেন। কিন্তু গানটা শুনে মোটেও অখুশি হবেন না। এইটুকু নিশ্চয়তা আমি দিতে পারি।।।)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

তাওসীফের গাওয়া গানগুলোর মধ্যে একটি।

"অভিপ্রায়" এলবামের। তাওসীফ একজন নতুন গায়ক। তার নাম-ই হয়তো প্রথম শুনছেন। কিন্তু গানটা শুনে মোটেও অখুশি হবেন না। এইটুকু নিশ্চয়তা আমি দিতে পারি।

। । লিরিক্স: বৃষ্টি ঝরে যায়, দুচোখে গোপনে; সখিগো, নিলানা খবর যতনে। আশায় আশায় বসে থাকি, তোমার পথে; সখিগো, নিলানা খবর মনেতে। বৃষ্টি ঝরে যায়, দুচোখে গোপনে; সখিগো, নিলানা খবর যতনে।

সখিগো, নিলানা খবর মনেতে। তোমার চোখে কি, বৃষ্টি পড়ে টুপুর-টুপুর আমাকে মনে করে, সারাটি বেলা। যতো কথা ছিল মনে, বলেছি তোমাকে আমি; ভুলে কি গেছ সব. হৃদয়ের কথা। বৃষ্টি ঝরে যায়, দুচোখে গোপনে; সখিগো, নিলানা খবর যতনে। সখিগো, নিলানা খবর মনেতে।

তোমার চোখে কি, দিন কাটে বছর হয়ে হিম-ঝড় বয়ে যায়, সারাটি বেলা। যতো মিনতি থাকে, করেছি তোমাকে আমি; আসোনি ফিরে, আছি একা। বৃষ্টি ঝরে যায়, দুচোখে গোপনে; সখিগো, নিলানা খবর যতনে। সখিগো, নিলানা খবর মনেতে। আশায় আশায় বসে থাকি, তোমার পথে; সখিগো, নিলানা খবর যতনে।

বৃষ্টি ঝরে যায়, দুচোখে গোপনে; সখিগো, নিলানা খবর যতনে। সখিগো, নিলানা খবর যতনে। বৃষ্টি গান দুইটি। কিন্তু লিরিক্স একটাই। বৃষ্টি ১::: esnips লিংক ডাউনলোড লিংক (4shared) বৃষ্টি ২::: esnips লিংক ডাউনলোড লিংক (4shared) (দুইটা গানই আমি পোলাপাইন ডট কম থেকে ডাউনলোড করেছি।

কিন্তু লিরিক্সটা নিজের টাইপ করা। । । )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।