আমাদের কথা খুঁজে নিন

   

জখমী-ভাষণ

ইমন সরওয়ার

এক. ভয়শূন্য হতে কতদিন লাগে এমন প্রশ্ন আর কোনোদিন করো না ঈশ্বর হয়ে যাবে। আমি তো ঈশ্বর হবো - এই বলে পালালো পাগল, তার চোখ থেকে ঝরে পড়ে ভয়শূন্য আগুনের ভাষা বাতাসে বানায় সে অভয় ভেলা। দুই. অতঃপর বন্ধুরা যখন মৃত্যুচিন্তায় অস্থির আমি তখন প্রতিদিন নতুন ভোরের অপেক্ষায় - মৃত্যুকে ভুলে যাই। এ নয় অলীক বয়ান মানুষই তো পারে শুধু তুলে নিতে অসীম সাহস। তিন. প্রতিদিন ভোরের স্পন্দন নিয়ে স্নাত হই তবু ধারালো কিরিচ ওড়ে উড়ে উড়ে যায় এই জখমী-পরাণখানি কী করে শুকাই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।