রাস্তায় নিচু হয়ে উড়ে যাওয়ার সময় একটি পাখি গাড়ির সাথে ধাক্কা খেয়ে আহত হয়।
তার জীবনসংগী আহত পাখিটির কাছে উড়ে আসে । দেয় খাদ্য। সাথে ছিল প্রবল ভালবাসা আর স্নেহ মায়া মমতা।
পুরুষ পাখি আবার খাদ্য আনতে যায়, ফিরে এসে দেখে তার প্রিয়া মারা গেছে।
প্রচন্ড শোকে পুরুষ পাখি মৃত জীবনসংগীনির শরীরে ঝাঁকুনি দিচ্ছে - যদি প্রিয়ার জান আবার ফিরে আসে! ছবিতে অভিব্যাক্তি লক্ষ্য করুন।
তার প্রাণপ্রিয়া আর কখনও ফিরে আসবেনা। এটা বুঝে পুরুষ পাখিটার ভালবাসার আকুতি দেখুন।
প্রিয়ার পাশে বসে দুঃখ ভারাক্রান্ত পুরুষ পাখি। যেন বলছে, হে স্রষ্টা, কেন তাকে নিয়ে গেলে?
প্রিয়া আর কখনও আসবে না।
এটা জেনে বিমর্ষ পুরুষ পাখিটি প্রিয়ার লাশের পাশে দাঁড়িয়ে আছে।
পাখিদের এরকম ভালবাসা আমাদের মানুষের মাঝে থাকলে পৃথিবী অনেক সুন্দর হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।