আমাদের কথা খুঁজে নিন

   

দিন এসেছে এইবার

মাঝে মাঝে মন নিয়ন্ত্রনহীন হতে চায়; কিন্তু...............

দিন এসেছে এইবার কিষাণ তোমার ভয় কি আর শ্রমিক তোমার ভয় কি আর শক্ত হাতের বজ্র মুঠোয় ধর হাতুড়ি কাস্তে আর মার শাবল–হেঁইয়া হো। । অন্ন তোমার যে লুটেছে বস্ত্র তোমার যে কেড়েছে তার দিন শেষ হয়েছে জেল জুলুম শেষ এবার। । অন্ধকারের চার দেয়ালে বন্দী কেন আর শাবল চালা শাবল চালা জোরসে শাবল মার শাবল মারো—হেঁইয়ো জোরসে মারো—হেঁইয়ো আরও জোরে—হেঁইয়ো ভেঙ্গে করো চুরমার।

। কথা: নাজিম মাহমুদ সুর: সাধন সরকার দিন এসেছে এইবার কিষাণ তোমার ভয় কি আর শ্রমিক তোমার ভয় কি আর শক্ত হাতের বজ্র মুঠোয় ধর হাতুড়ি কাস্তে আর মার শাবল–হেঁইয়া হো। । অন্ন তোমার যে লুটেছে বস্ত্র তোমার যে কেড়েছে তার দিন শেষ হয়েছে জেল জুলুম শেষ এবার। ।

অন্ধকারের চার দেয়ালে বন্দী কেন আর শাবল চালা শাবল চালা জোরসে শাবল মার শাবল মারো—হেঁইয়ো জোরসে মারো—হেঁইয়ো আরও জোরে—হেঁইয়ো ভেঙ্গে করো চুরমার। । কথা: নাজিম মাহমুদ সুর: সাধন সরকার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।