আমাদের কথা খুঁজে নিন

   

আজ দেশজুড়ে এক দল শ্রমজীবী(!) মানুষের জনসভা হবে, যেখান থেকে তারা নিশ্চিত করে নেবে আগামী পাচঁ বছর শ্রম না দিয়ে মর্যাদা নেবার অধিকার ...



আজ পল্টনে জনসভা আছে। যাবেন নাকি? সেখানে জননেত্রী ভাষণ দেবেন। যে ভাষন এর আগে দেশনেত্রী দিতেন। আজ জননেত্রীর সামনে দাঁড়িয়ে থাকবে তার নেতৃত্বাধীন দলের অঙ্গসংগঠন, শ্রমিকলীগের মানুষজন। শ্রমজীবী মানুষের নেতা কর্মীসব।

যে শ্রমিক নেতারা আজ আসেনি শ্রমিকের অধিকার বাস্তবায়নের দাবী নিয়ে। যে শ্রমিক নেতারা আজ আসেনি শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগে তার প্রাপ্য পাওনা বাস্তবায়ন করতে। আজ তারা এসেছে জানান দিতে, হে নেত্রী আমিও ছিলাম পল্টনে। আপনি এগিয়ে যান আমরা সাথে আছি। নেত্রীও তাদের চাওয়া কবুল করে নেবেন।

যারপর তাদের সাথে নেত্রীর রাখতে সর্বাত্মক চেষ্টায় থাকবে দেশ, দেশের প্রশাসন সবাই। শ্রমজীবী মানুষদের এই দল পরবর্তী পাঁচ বছর সত্যিকারের শ্রমজীবী মানুষের রক্তে ঘামে তৈরি দেশ, দেশের সম্পদের উপর চালাবে অবাক অধিকার। শ্রম না দিয়ে শোষিত মানুষের প্রতিনিধিত্বের দোহাই দিয়ে পায়ের উপর পা তুলে চালাবে অবাক শোষন। যে শোষন তৈরি করেছিল বিগত সরকারের বিএম বাকীরদের মতো শ্রমজীবী মেহনতী মানুষের নেতাদের। যে মানুষেরা মাত্র সাত হাজার টাকা বেতন পেয়েও তৈরি করেছিল কোটি টাকার বাড়ী।

লাখ টাকার গাড়ী ছাড়া যাদের চলতেই সমস্যা হতো। যাদের দেখে বুঝছি, এই দেশে শ্রমের মর্যাদা আসলেই আছে। তাই, পল্টনের এই জনসভা সফল হোক। জয় হোক, এই সব মেহনতী মানুষের। আর কপালে দূর্গতী আরো বেড়ে যাক আমাদের মতো সাধারণ শ্রমের মানুষদের।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।