আমি অতি সাধারন। বেচে থাকার মত মহৎ কাজটি করে যাচ্ছি। এক প্রাইভেট ভার্সিটির বিবিএ শেষ করলাম। এরপর কি করবো জানি না!কমেন্ট করতে ভাল লাগে।
মন মেজাজের অবস্থা বিশেষ ভালো না।
কারেন্ট থাকেনা কোন কাজ কাম নাই পরীক্ষা শেষ বেকার সারাদিন বসে থাকা। ফোনে কারো সাথে কথা বলি না আড্ডায় ডাকলে যাই না বড়ো একঘেয়ে জীবন পার করা হয় এখন!তবুও বলা যায় ভালোই আছি। কোন ধরনের সমস্যা নাই অভাব নাই অনুযোগ নাই চলছে জীবন এটাই বড়ো কথা!কত মানুষ কত ঝামেলায় আছে সে তুলনায় শান্তর জীবন অনেক মসৃন!!
আরো বেশি মসৃন জীবন দেখলাম আমার এক স্কুল বান্ধবীর। কি চমৎকার করে সংবাদ পড়তেছে নেভীর অনির্বানে!ওরা এই বয়সে কত কিছু, কত দুর চলে গেছে আর আমি আগেও যা এখনও তা এগুলো দেখে একটু হতাশ হই যদিও হতাশ হবার কোন কারন নাই।
আসলে মানুষের জীবন কত অনিশ্চয়তায়! আমি গতকাল সকালে হাটতেছি রাস্তায় এমন সময় উদ্বিগ্ন মহিলাকে দেখে খুব খারাপ লাগলো।
মহিলার চোখ মুখ কান্না মিশ্রিত,আর মনে চিন্তার ছায়া। সকাল বেলা কোথায় যাবার জন্য হন্যে হয়ে সিএনজি খুজতেছে,পাচ্ছেনা আমি আগ বাড়িয়ে কথা বললাম শুনলাম তার বিপদের কথা। দীর্ঘদিন চায়ের দোকানে বসার কারনে আমার সাথে অনেক সিএনজি ড্রাইভারের জানা শুনা সে সূত্রে মহিলাকে খুজে দিলাম সিএনজি!মহিলা কি কারনে জানি আমাকে মনে করলেন বড় কোনো মানুষ, সমানে দোয়া করতেছেন আমার সামনে বলে বলে এই সামান্য উপকারের জন্য। আমি ভাবতেছিলাম মানুষ কত অসহায় মানুষের কত সীমাবদ্ধতা কত একা। কোন ভরসা পারষ্পারিক সহযোগিতার জায়গা নাই বিপদের সময়ে।
সেই ভাবনায় ভেবে দেখলাম শান্ত মোটেও একা না। শান্তর কত বন্ধু আত্মীয় স্বজন চেনা জানা কত লোকের সাথে তার সম্পর্ক। কত মানুষ তাকে নিয়ে ভাবে কত মানুষ তার বিপদে এগিয়ে আসবে এই ভেবে খুবই শান্তিই পেলাম তাহলে শান্তর জগৎ অনেক বড়ো
লেখার জন্যই লেখা এই পোষ্ট, অন্য সব পোস্টের মতই। এই মাসে কিছু লেখতে হবে তাই লেখা!উৎসর্গ করলাম চার চেনা জানা ব্লগারকে চান্কুভাই রন্টীভাই জেবিনআপু,ও আউলাআপু। যারা আমাকে নিয়ে ভাবে, মনে রাখে সব সময় আমার কথা!!
যাবার আগে আগের মতই গান।
সায়ান আপুর,আমি সুন্দর হবো!!
http://www.youtube.com/watch?v=fvdl6UjY9jI
অন্জনের গান যে গান সামনের দিনের এগিয়ে যাবার স্বপ্ন দেখায়
Click This Link
আরেকটা গান সায়ান আপুরই এমন গান খুব একটা হয় নাই
http://www.youtube.com/watch?v=5LIIebsHve8
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।