আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: ম্যাক্রো দুনিয়া

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।

ম্যাক্রো হচ্ছে হাতের কাছে অদেখা ভুবন। প্রায় সব ক্যামেরায় ম্যাক্রো মুডে ছবি তোলার সুবিধা থাকে। বাকি শুধু দৃষ্টিটাকে সক্রিয় করা। কোন সাবজেক্টের খুব কাছে থেকে ছবি তোলার একটি বিশেষ প্রক্রিয়ার নাম ম্যাক্রো মুড।

১। ব্যাঙের ছাতার কলোনি: ২। নানান রঙের ম্যাজিক বল: ৩। Through the lance: ৪। সবুজ ছায়া: ৫।

ডানা মেলা ফড়িং- ৬। খুব ছোট আকারের ফুলের ছবি তোলার জন্য ম্যাক্রো মুড অসাধারন। সৌন্দর্য লুকিয়ে রাখা ছোট ফুলটি তখন নিজেকে প্রকাশ করে উদারভাবে। যেমন এই মাটি ছোয়া ফুলটি, দাড়িয়ে থাকলে প্রায় দেখাই যায় না। পাশে ঘাসের আকার দেখে ফুলটির আকার কল্পনা করা যায়।

৭। এখানে একটি ধাঁধাঁ ছিল যে এটা কিসের ফুল। সঠিক উত্তর দিয়েছেন 'নিরব'। ৮। খাবেন নাকি এক গ্লাস?


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।