আমাদের কথা খুঁজে নিন

   

দ্বি-রত্ন...................(১)

আমি তোমাকে কবিতা দিলাম, কষ্ট দিলাম। ontim@yahoo.com

(১) অভিশপ্ত আমি, অভিশপ্ত বিবেক, অভিশপ্ত নাগরিক বাসিন্দাগুলো, অভিশপ্ত তুমি, অভিশপ্ত অন্তর, অভিশপ্ত জাগরিক সপ্নগুলো। (২) নরকের কীটগুলোর আধারে গোপন, রাত্রিতে স্মৃতিরূপে প্রবল আক্রমন। (৩) অশররীর আলিঙ্গন, অশররীর চুম্বন, অশারীরিক শিহরন, অশারীরিক দহন। (৪) এক হাতে কবিতা নাও, অন্য হাতে গান, এক হাতে প্রেম দাও, অন্য হাতে প্রান।

(৫) প্রেম হল সাধনা, বিরহ হল উন্মাদনা। (৬) রাক্ষসীর দাতে দাঁড়ায় অবুঝ প্রেমিক হৃদয়, নিশ্চুপ প্রানদন্ডে পালায় প্রেমিকের মৃত্যুভয়। (৭) ঘুমন্ত চোখে যা সুমধুর সপ্ন, জাগ্রত চোখে তা কেবলই দুঃসপ্ন। (৮) কষ্টগুলো জমা হয় কলমের চোয়ালে, অনুভূতিগুলো লেপ্টে যায় কবিতার দেয়ালে। (৯) কবিতার বরাত নিয়ে আসে রাত্রির মেঘ, সুসজ্জিত হয়ে দ্বারে দাড়ায় আমার শত-সহস্র আবেগ।

(১০) সে না হয় আমার হৃদয়ে ক্ষতচিহ্ন এঁকে দিল, আমিও একদিন তার হৃদয়ে ক্ষতের শহর এঁকে দিব। (প্রচন্ড জ্বরের ঘোরে লিখেছি........)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।