আজ আবার বাংলার আকাশে অন্ধকার ঘনঘটা । এই দেশের জনগনের আশা-আকাঙ্খায় লাথি মেরে অপরাধ ট্রাইব্যুনালের অন্যায় রায় বাংলাদেশের মানুষ যে কখনই মেনে নেবে না তারই বহিঃপ্রকাশ শাহবাগে সর্বস্তরের মানুষে বিক্ষোভ । শুধু শাহবাগেই নয়, সারা বাংলাদেশে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসেছে । তাঁরা ট্রাইব্যুনাল ও সরকারকে জানিয়ে দিয়েছে যে শত শত মানুষের হত্যাকারী কসাই কাদের মোল্লার শাস্তি শুধু যাবজ্জীন হতে পারে না । যেখানে একজনকে হত্যার শাস্তি মৃত্যুদণ্ড হয়; সেখানে অসংখ্য মানুষকে হত্যার শাস্তি যাবজ্জীবন কি করে হতে পারে ? যত দিন না কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তত দিন পর্যন্ত রাজ পথে আদনোলন চলতে থাকবে । ট্রাইব্যুনাল যদি সঠিক শাস্তি দিতে ব্যর্থ হয় তবে সুপ্রিম কোর্টকে এই কাজ করতে হবে । আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট কাদের মোল্লাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে জনগনের আকাঙ্খা পূর্ণ করবে । এই আন্দোলন কোনও এক দলের নয়, এই আন্দোলনে নির্দলীয় জনতা তথা জামাত ছাড়া বাকি সকল দলের সমর্থকরা যোগদান করছে । আসুন আমরা সবাই আরো বেশি করে মোল্লার রায়ের বিরুদ্ধে শাহবাগের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে দেশকে রাজাকার মুক্ত করি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।