আমাদের কথা খুঁজে নিন

   

বরগুনা-২ আসনে রিমনকে আ.লীগের মনোনয়ন

মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের মুলতবি সভায় রিমনকে মনোনয়ন দেয়া হয়।
সভা শেষ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে কাজী জাফর উল্লাহ, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
বরগুনা-২ আসনে প্রার্থী নির্ধারণে ২৭ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্ন্ত মনোনয়নপত্র বিতরণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মোট ১৬ জন মনোনয়ন কিনেছিলেন।



সোমবার সংসদীয় বোর্ডের মুলতবি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থীদের সঙ্গে কথা বলে তা মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মুলতবি করেন।
সড়ক দুর্ঘটনায় সাংসদ গোলাম সবুর টুলুর মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে আগামী ৩ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ৭ সেপ্টেম্বর যাচাই বাছাইয়ের পর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
গত ২৬ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হন বরগুনার আওয়ামী লীগ নেতা গোলাম সবুর টুলু।

ওই আসনে আগামী ২৩ অক্টোবরের মধ্যে উপ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
পাথরঘাটা, বেতাগী ও বামনা- এ তিন উপজেলা নিয়ে বরগুনা-২ সংসদীয় আসন। এই আসনের ২ লাখ ৩১ হাজার ৩ জন ভোটারের মধ্যে পরুষ ১ লাখ ১২ হাজার ৭৫৭ এবং নারী ১ লাখ ১৮ হাজার ২৪৬ জন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।