** ইমরান মাঝি... সেই শহরবন্দী গেয়োঁ কবিবন্ধুকে.......
শহরের সবচেয়ে অনিরাপদ তালাটির মত ঝুলে আছি,
খুলে যাবো কি?
সমুদ্রের দিকে মুখ করা যে দরজা এখন আটকানো ;সেইদিকে?
সিংহের হা করা বিশাল মুখ
শিকারের বিতৃষ্ণায় এখন চোয়ালে আটকে আছে
কেশরের নিস্পৃহতায় তালার হৃদয়ে মরিচা
তালা কড়া নাড়ছে সেই ঘরের দরজায়
নাগরিকদের শ্যাওলা ধরা, ঘামে ঘামে মরিচাপড়া হাড়ের গন্ধে
যে ঘরে একদিন ঢুকে পড়ে আর বেরতে পারেনি
উজ্জ্বল সূর্য, হীরন্ময় চাঁদ আর তারাদের কিশোরবেলা।
এই তালা তাদের প্রেমিকাদের নিহত আত্মার সুরে দোলে
এই তালা প্রেমিকার অতৃপ্ত রতিতে ধাতব।
তালা কি অন্ধকারের ইতিহাস
না- পেছনে অজস্র আকাশ ফেলে রেখে।
সামনের আকাশে পাখির নিঃসঙ্গতার ভবিষ্যৎ ???
অনিরাপদ তালাটির মত ঝুলে আছি
বাতাসে নড়ে উঠি আর গোপন দীর্ঘশ্বাস
হাওয়ার প্রশয়ে তালা দরজায় করছে Knock
সেই ঘরের দরজায়
যে ঘরে এক মৃত তালা বানিয়ের
নিথর চোখ থেকে গড়িয়ে পড়ছে কর্পূর
যার নিঃসাড় চোখের কোটর থেকে
বেরিয়ে আসছে এক কান্নার শীতল নদী
যে নদীতে ভেসে গেছে আশ্চর্য চাবি
যে নদিতে তারদেরও আগে মাছ শিকারে নেমে পড়েছে
এক গেয়োঁ,নির্বোধ,অসভ্য,আদিম কিশোর
যার করতলে শেষবারের মত দেখা গিয়েছিল পৃথিবীর আকাশ
আর এখন যে আকাশের নিচে পৃথিবী
সে আকাশ আর আকাশ নয়
এক ভয়ঙ্কর চাবিহীন নীল-শুন্য তালা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।