আমাদের কথা খুঁজে নিন

   

"পি-কক" সন্ধ্যায়

সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে

"পি-কক" সন্ধ্যায় একজন ওয়েটার এসে ভুলিয়ে দিচ্ছে বারবার। কটাক্ষে দেখছে এবং বলছে- কোন কয়েনই অবশিষ্ট নেই আর। কোন কয়েনই অবশিষ্ট নেই আর আমাদের টেবিলে। টেবিল সংলগ্ন ক্লথে। ক্রমশ: গভীরমান এমটিভির পর্দা জুড়ে একজন গ্রাফিক্যাল ভিজের সমস্ত সুহাসে।

অথচ কি এক গুহ্যকের মত শুধু একটা গ্লাস আঁকড়ে পড়েছিলাম আমি। যেন অদূরে কোন শেরাটনের শহর থেকে নেমে এসেছিলো ওরা। এসেছিলো আমারই টেবিলের ক্লথে। ঘুম ও ঘোর মদিরে একদিন ভিজেছিলো কত বিস্তর। বুনোট ফেলে রেখে এসেছিলো সব।

মদ্যপ সুদূর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।