আমাদের কথা খুঁজে নিন

   

শুভ বুদ্ধি হোক সকলের



আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা স্বাধীন বলে দাবি করলেও আসলে আমরা কতটা স্বাধীন? আমি স্বাধীনতার নামে উশৃঙ্খলভাবে চলার কথা বলছি না, স্বাধীনতাকে অপব্যাবহারের কথা বলছি না। আমি সেই স্বাধীনতার কথা বলছি, যেখানে নির্ভয়ে মতামত প্রকাশ করার স্বাধীনতা, নির্ভয়ে পথ চলার স্বাধীনতা, ভাল-মন্দ বিবেচনা ও তা প্রকাশ করার স্বাধীনতা। বৈশাখের দাবদাহে তাপমাত্রা যেখানে প্রতিদিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সেখানে আড়াই ঘন্টা রৌদ্রে।

ছাত্রীদেরকে দাড়ঁ করিয়ে রাখা হয় একজন সাংসদকে অভ্যর্থনা দেয়ার জন্য। রৌদ্রে পুড়িয়ে ও পরীক্ষা বাতিল করে সাংসদকে সংবর্ধনা - খুবই আপত্তিকর একটা ব্যাপার। শুধু তাই নয়, শিক্ষকরা যেমন নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন তেমনি সাংসদও। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকা শহর ও দেশের অনেক এলাকায়। সেখানে ছাত্রীদেরকে আড়াই ঘন্টা রৌদ্রে দাঁড় হয়ে থাকতে হয় স্কুল বেস্ট এসেসমেন্টের ১০ নম্বর কাটা যাওয়ার ভয়ে।

প্রথমত শিক্ষকদের উচিত ছিল তাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর অথবা আগেই এই সংবর্ধনা দেয়ার ভাবনাটা। যাই হোক এমন ধরনের বড় সিদ্ধান্ত নেয়ার আগে আরো ভালোভাবে ভাবতে পারতেন । শুভ বুদ্ধি হোক সকলের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।